X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের দুদিন পর হত্যা মামলার বাদীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০১ মে ২০২১, ১৫:২৪আপডেট : ০১ মে ২০২১, ১৫:৩৪

বগুড়ায় তারাবির নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের দুদিন পর মশিউর রহমান সোনা মিয়া (৩০) নামে এক দলিল লেখকের লাশ পাওয়া গেছে। তিনি নিজ পিতা হত্যা মামলার বাদী। যে মামলার আসামি তারই সহোদর ভাই। শনিবার (১ মে) সকালে জেলা সদরের বারপুর দক্ষিণপাড়ার একটি ধানক্ষেত থেকে তার পচনধরা মরদেহটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

পুলিশ ও পরিবার জানায়, বগুড়া সদর রেজিস্ট্রি অফিসের শিক্ষানবিশ দলিল লেখক (মহুরি) মশিউর রহমান সোনা মিয়া সদর উপজেলার বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নু মিয়ার ছেলে। প্রায় আড়াই বছর আগে নান্নু মিয়া খুন হন। এ মামলায় তার ছেলে মাদকসেবী তৌফিকুর রহমান তোতা মিয়া (২৮) আসামি হন। মামলার বাদী ছিলেন, নিহত সোনা মিয়া। তোতা মিয়া সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন।

এলাকাবাসী জানান, গত ২৯ এপ্রিল সন্ধ্যার পর সোনা মিয়া বাড়ি থেকে এলাকার মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি সঙ্গে নেননি। আট রাকায়াত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান পাননি। পরদিন শুক্রবার (৩০ এপ্রিল) সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আকতার সদর থানায় জিডি করেন।

এদিকে শনিবার সকালে বাড়ির পেছনে ঈদগাহ মাঠ সংলগ্ন ধান ক্ষেত থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সেখানে গিয়ে সোনা মিয়ার লাশ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বেলা সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ ব্যাপারে জানা যাবে। তদন্ত ও হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সোনা মিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে তার পরিবারের সদস্যরা মুখ খুলছেন না। তবে এলাকাবাসীর ধারণা করছেন, নান্নু মিয়া হত্যা মামলার আসামি তোতা মিয়া সোনা মিয়া হত্যার সঙ্গে জড়িত।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।

/আইএ/
সম্পর্কিত
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া