X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

কোচকে চাই-ই চাই, ক্রীড়া আদালতে যাচ্ছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২১, ১২:৩৪আপডেট : ০৬ মে ২০২১, ১২:৩৪

সরাসরি লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। অথচ মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নামতে যাচ্ছে কাতালানরা। এই অবস্থায় ডাগ আউটে কোচের থাকা কতটা জরুরি, সেটা বলার অপেক্ষা রাখে না। কোম্যানকে ডাগ আউটে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।

লা লিগার শিরোপা লড়াই এবার জমজমাট। শীর্ষ চার দলের ব্যবধান ‘উনিশ-বিশ’। এই অবস্থায় সবার ওপরে থাকা আতলেতিকোর বিপক্ষে ডাগ আউটে থাকতে পারছেন না বার্সেলোনা কোচ কোম্যান। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আগেই আপিল করেছিল কাতালান ক্লাব। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি তাদের আপিল খারিজ করে দিয়েছে। ফলে বহাল থাকছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

যদিও বার্সেলোনা হার মানছে না। আতলেতিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোম্যানকে তাদের ডাগ আউটে চাই-ই চায়। তাই আপিল খারিজ হয়ে যাওয়ার পর ক্লাবটি এবার স্পেনের ক্রীড়া আদালতে যাচ্ছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বার্সেলোনা জানিয়েছে, ক্লাব স্পেনের ক্রীড়া আদালতে আপিল করতে যাচ্ছে।

গত সপ্তাহে গ্রানাদার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে সহকারী রেফারির উদ্দেশে ‘কী আচরণ’ মন্তব্য করে সরসারি লাল কার্ড দেখেন কোম্যান। ফলে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ডাচ কোচ ডাগ আউটে দাঁড়াতে পারেননি ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত সপ্তাহান্তের ম্যাচে। তাকে ছাড়াও অবশ্য ৩-২ গোলের জয় নিয়ে ফেরে কাতালানরা।

ওই বাধা পেরিয়ে আসার পর শনিবার আতলেতিকোর বিপক্ষে মহারণ। লিগ টেবিলের যে অবস্থা, তাতে মাদ্রিদের ক্লাবটিকে হারাতে পারলে শিরোপার জেতার পথে বড় ধাপ ফেলবে বার্সেলোনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান কোচকে কেন ডাগ আউটে চাইবে না বার্সেলোনা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?