X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চাল বিতরণকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৫:৪৪আপডেট : ০৭ মে ২০২১, ১৫:৪৪

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে যোবায়ের হোসেন নামে এক যুবলীগের কর্মী ও সোনাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরও অন্তত তিন জন আহত হন। শুক্রবার (৭ মে) বেলা ১২টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (৪৫) সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়ন পরিষদ এর স্থগিত হওয়া নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল মার্কায় সদস্য পদপ্রার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান (২৫), জীবন (২২) ও আজগর হোসেন রাজু (৩৫)। আহতদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের উপস্থিতিতে সরকারি চাল বিতরণ হচ্ছিলো। এ সময় যোবায়ের ও মেহেদিসহ যুবলীগের একটি পক্ষ চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেন। এর জের ধরে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন বাধাদানকারীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

পরে আহতদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যোবায়েরকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসা চলছে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, যোবায়ের হোসেনসহ কিছু সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাল ছিনিয়ে নিতে গেলে, স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের মারধর করে। তিনি বা তার কোনও লোকজন এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, চাল বিতরণকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে