X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সচেতন না হলে ভারতীয় ভ্যারিয়েন্ট বাড়তে পারে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ২০:৪৮আপডেট : ০৮ মে ২০২১, ২০:৪৯

ভারতকে মৃত্যুপুরী বানানো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশেও। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভারত থেকে আসা দুই ব্যক্তির শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আরও চারজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টের খুব কাছাকাছি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তারা সবাই চিকিৎসাধীন আছেন, ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশে ভারতীয় এই ভ্যারিয়েন্ট পাওয়া যাওয়াতে সবাইকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ভারতীয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। তিনি বলেন,  যে কয়টা নমুনা পরীক্ষা করা হলো, তার মধ্যেই এই ফলাফল পাওয়া গেছে। তাই মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি যদি মানা না হয় তাহলে অবশ্যই এটা বাড়তে পারে। যে কোনও ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মানার কোনও বিকল্প নাই।

এত কম নমুনা পরীক্ষার মধ্যেই ফলাফলের পরিমাণ এই, তাহলে এটা ছড়িয়ে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা পরীক্ষা সাপেক্ষ বিষয়। পরীক্ষা ছাড়া আমরা এটা বলতে পারবো না। তবে মানুষকে অনেক বেশি সর্তক থাকতে হবে-এটা খুব খুব জরুরি।

যারা শনাক্ত হলেন তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, তাদের কন্টাক্ট ট্রেসিং (রোগীদের সংস্পর্শে যারা এসেছেন) করা হয়েছে, রোগীরা আইসোলেশনে আছেন, নজরদারিতে আছেন। তাদের কারও অবস্থা খারাপ হয়নি।

ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলে এলো, এবার ভারতীয় বর্ডার সিল করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, এটা অনেক ওপরমহলের সিদ্ধান্ত, এক্ষেত্রেও সেভাবেই সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, ভারতে এই ভ্যারিয়েন্ট  গত বছরের ৫ অক্টোবর মহারাষ্ট্রে শনাক্ত হয়। সম্প্রতি এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারতে প্রায় প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। আজ শনিবারও করোনাভাইরাস মহামারিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে দেশটিতে। সরকারি হিসাবে ভারতে এদিন মৃত্যু হয়েছে চার হাজার ১৮৭ জনের। আর একই দিন নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ এক হাজারের বেশি মানুষ।

ভারতে বর্তমানে মোট সক্রিয় রোগীর পরিমাণ ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন। মোট মৃতের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৩৮ হাজারের বেশি।

ভারতের নতুন ধরনের করোনা ভ্যারিয়েন্ট কোনোভাবেই যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। তবে যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা ভারতে বাংলাদেশি দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী