X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মাকে মনে পড়ে

উদিসা ইসলাম
০৯ মে ২০২১, ০৩:১৯আপডেট : ০৯ মে ২০২১, ০৩:১৯

প্রদীপ হয়ে মোর শিয়রে

কে জেগে রয় দুঃখের ঘরে

সেই যে আমার মা

বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।

মাকে মনে পড়ে প্রণব রায়ের লেখা সুধীরলাল চক্রবর্তীর সুরে মায়ের অবয়ব তুলে ধরা কয়েকটি বাংলা গানের এটি অন্যতম। আজ (৯ মে) মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনের প্রয়োজন হয় কি? হয় না। কিন্তু মাকে একটা দিন আয়োজন করে ধন্যবাদ জানানো তো যায়। দোষ কী তাতে!

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। আধুনিক পশ্চিমা বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্রে বিশ শতকের শুরুর দিকে অনানুষ্ঠানিকভাবে মা দিবস পালনের প্রচলন শুরু হয়। সেটি ধীরে ধীরে আনুষ্ঠানিক রূপ পায় গোটা বিশ্বে।

৯ এপ্রিল রাত ১২টা বাজার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম তাই মায়ের ছবি আর গল্পে ভরে উঠছে। সেলিব্রেটি, গল্পকার, শিল্পী ও সাধারণ মানুষ মায়ের কথা লিখছেন প্রাণভরে।

মাকে মনে পড়ে মায়ের মতো করে কেউ বোঝে না বলে তার সঙ্গে প্রতিটা দিন উদযাপন করতে এবং তিনি যে বিশেষ, সেটি তাকে বুঝতে দেওয়ার আহ্বান জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পকার দীপু মাহমুদ লিখেছেন, ‘আমার আম্মা এতো সুন্দর করে গল্প বলেন। তার চোখ গল্প বলে। গল্প বলতে বলতে হাত নাড়েন। কষ্ট পান। আবার খিল খিল করে হেসে ওঠেন। সেই ছোটবেলা থেকে মুগ্ধ হয়ে আম্মার কাছে গল্প শুনি। আমার মুগ্ধতা কাটে না।’

মাকে মনে পড়ে কীভাবে একটি দিন মায়ের হলো?

যুক্তরাষ্ট্রে দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তার মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। ১৯০৫ সালে অ্যান মারা যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে সচেষ্ট হন তিনি। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় আনা তার মায়ের স্মরণে অনুষ্ঠান করেন। সে বছর মার্কিন কংগ্রেস মা দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব নাকচ করে। এরপরও তিনি তাঁর চেষ্টা অব্যাহত রাখেন। অবশেষে আনার প্রচেষ্টা সফল হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস ঘোষণা করেন।

মাকে মনে পড়ে কী দেব মাকে...

সারাজীবন দিনরাত এক করে যিনি আপনাকে বড় করেছেন তাকে কী উপহার দেবেন এইদিনে? পশ্চিমে বেশি চলে গিফট কার্ড আর ফুল। একসঙ্গে খাওয়া, পোশাক, স্বর্ণালংকার থেকে শুরু করে চকোলেট, যা খুশি দেওয়া যায়। তবে তারচেয়েও বড় উপহার- মাকে ভালবাসি বলা। ফেসবুকে পোস্ট তো ঢের হলো, এবার তবে বলেই ফেলুন।

/এফএ/
সম্পর্কিত
মাকে নিয়ে নতুন একগুচ্ছ গান
প্রধানমন্ত্রী মায়েদের প্রতি সংবেদনশীল: স্পিকার
তারকাদের মা বন্দনা
সর্বশেষ খবর
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই