X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফ্রান্সের আগে সুইজারল্যান্ডে পরীক্ষা রোমান সানাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:২৮আপডেট : ১১ মে ২০২১, ১৮:২৮

সেই যে ২০১৯ সালে নেপালের এসএ গেমসে অংশ নিয়েছিলেন রোমান সানা-বিউটি রায়রা। এরপর করোনাভাইরাসের কারণে আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি। লম্বা বিরতি দিয়ে সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ আর্চারি দল। আন্তর্জাতিক অঙ্গনে দেশের আর্চারদের পারফরম্যান্স কোন অবস্থায় আছে, তা দেখাটাই অন্যতম লক্ষ্য।

এছাড়া আগামী জুনে ফ্রান্সের প্যারিসে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ হবে। সেখানে সুযোগ থাকবে টোকিও অলিম্পিকের কোটা পাওয়ার। তাই লুজানের প্রতিযোগিতাটিও প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে আর্চারি ফেডারেশন।

লুজানের প্রতিযোগিতায় ৩৫টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ দল যাবে ১৬ মে। আগের মতোই দলে রিকার্ভ ইভেন্টের খেলোয়াড় বেশি, সাত জন। রিকার্ভের পুরুষ ও মহিলা একক, দলীয় এবং মিক্সড- এই পাঁচ ইভেন্টে অংশ নিবেন আর্চাররা। কম্পাউন্ড ইভেন্টে লড়বেন শুধু অসীম কুমার দাস।

লুজানের পরই ২১ জুন প্যারিসে শুরু হবে স্টেজ-৩ প্রতিযোগিতায়। সেখানে ছেলে ও মেয়েদের রিকার্ভ টিম এবং মেয়েদের একক- এই তিন ইভেন্ট থেকে তিনটি কোটা প্লেস পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। এ প্রতিযোগিতা সামনে রেখেই লুজানে নিজেদের পরখ করে নেওয়ার কথা বললেন আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে কোচ বলেছেন, ‘গত বছর লকডাউনের পর শুরুর ৫ মাস আমরা কোনও কিছু (অনুশীলন) করতে পারিনি। তবে ছেলে-মেয়েরা চেষ্টা করেছে ফিটনেস ধরে রাখার। গত মার্চে জাতীয় আর্চারিতে খেলেছে, এরপর বাংলাদেশ গেমস খেলেছে। সেখানে তারা নিজেদের পারফরম্যান্স মেলে ধরেছে। এখন আমরা দীর্ঘদিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। সেখানে আর্চারদের পারফরম্যান্স দেখা হবে। তারা কোন পর্যায়ে আছে। এছাড়া আমরা যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারি তা হবে সন্তোষজনক। তাহলে প্যারিসের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া হবে।’

আন্তর্জাতিক প্রতিযোগিতা মানেই রোমান সানাকে ঘিরে স্বপ্ন দেখা। সাম্প্রতিক সময়ে দেশের আর্চারির পোস্টার বয়ের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। তবে সবশেষ ট্রায়ালে ভালো করেছেন। এছাড়া হাকিম আহমেদ রুবেল ও অসীম কুমার দাশরা আশা দেখাচ্ছেন।

তাই তো ফ্রেডরিক আশাবাদী, ‘বাংলাদেশ গেমসের পারফরম্যান্সে রোমান খুশি ছিল না। কিন্তু তিন দিনের দল নির্বাচনের ট্রায়ালে সে মোট ৩৩৩০ স্কোর করে প্রথম হয়েছে। রুবেলের স্কোর ৩২৮৮। রোমান একদিন ৬৭৯ স্কোর করেছিল, জাতীয় রেকর্ড ৬৮৬। রুবেল একদিন ৬৮০ করেছিল। অসীম খুবই ভালো করেছে (৭০৪)। আশা করছি রোমানসহ বাকিরা ভালো করতে পারবে।’

আর্চারি দল: রাম কৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, বিউটি রায়, দিয়া সিদ্দিকী, মেহেনাজ আক্তার মনিরা ও অসীম কুমার দাস (কম্পাউন্ড)।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি