X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যাংকে আজ চাপ কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১২:৫৭আপডেট : ১২ মে ২০২১, ১৩:৪১

আজও দেশের সব ব্যাংক খোলা। লেন‌দেন হ‌চ্ছে সকাল ১০টা থেকে; চলবে দুপুর ২টা পর্যন্ত। অবশ্য ব্যাংকগুলোতে আজ গ্রাহকদের চাপ কম। লেনদেন হচ্ছে অন্যান্য দিনের চেয়ে অনেক কম। তবে রেমিট্যান্সে টাকা তোলার ভিড় বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ঈদের আগে আজই শেষ হ‌বে। আগামীকাল থে‌কে ঈদের তিন দি‌নের ছু‌টি শুরু হ‌বে। ত‌বে আজ (১২ মে) শাওয়াল মাসের চাঁদ য‌দি না ওঠে তাহ‌লে বৃহস্প‌তিবার (১৩ মে) পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাক‌বে।

এ প্রসঙ্গে ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল শাখার অফিসার শাহ আলম বলেন, ‘গতকাল ও আগের দিন ব্যাংকে প্রচুর চাপ ছিল। সেই তুলনায় আজকে চাপ নেই।’

ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘বিগত দুই দিনের চেয়ে আজ গ্রাহকের চাপ কম। তবে ইসলামী ব্যাংকে আজ রেমিট্যান্স নেওয়ার গ্রাহক বেশি।’

প্রসঙ্গত, রমজান মাস ২৯ দিন হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা ছিল। তবে করোনার সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে একদিন পর এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তাই এবার সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এ কার‌ণে কেন্দ্রীয় ব্যাংক বুধবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার নি‌র্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী পোশাকশিল্প এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামীকাল বৃহস্প‌তিবার ‌খোলা থাকবে। পোশাক শ্রমিকদের ঈ‌দের আগে বেতন ভাতা নিশ্চিত কর‌তেই এ নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

বাংলাদেশ ব্যাংক গত ৬ মে এক নির্দেশনায় জানায়, ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১৩ মে (১৪ মে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া