X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাইক্রোবাস-প্রাইভেট কার চলাচল প্রতিহত করতে মোটর শ্রমিকদের অবস্থান

রংপুর প্রতিনিধি
১৬ মে ২০২১, ১১:১২আপডেট : ১৬ মে ২০২১, ১১:১২

লকডাউনে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল প্রতিহত করতে মোটর শ্রমিকরা রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন লকডাউনের মধ্যে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল না করলে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল করতে দেওয়া হবে না। শ্রমিকদের বাধার মুখে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মডার্ন মোড় এলাকা দিয়ে ঈদ করতে আসা রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় ফেরার জন্য মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকায় যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। অর্ধশতাধিক গাড়ি সেখানে জড়ো হয়ে জনপ্রতি তিনগুণ ভাড়া নিয়ে নিচ্ছে– এমন খবর জানাজানি হলে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোটর শ্রমিকরা এক জোট হয়ে মাইক্রেবাস ও প্রাইভেট কার চলাচলে বাধা দেন। তারা যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দেন। এ নিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কার ড্রাইভার-হেলপারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুরো মডার্ন মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মেট্রোপলিটান তাজহাট থানার ওসি আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ ফোর্স মর্ডান মোড়ে গিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়।

মোটর শ্রমিক নেতা মাহবুব অভিযোগ করেন, ‘সরকার লকডাউন ঘোষণা করে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। ফলে আমরা হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। এমনি অবস্থায় মাইক্রোবাস আর প্রাইভেট কার প্রকাশ্যেই তিনগুণ ভাড়া নিয়ে যাত্রী তুলে রংপুর থেকে ঢাকায় যাতায়াত করছে।’

এদিকে মাইক্রোবাস ও প্রাইভেট কারের ড্রাইভার-হেলপাররা বলছেন, গাড়ি না চললে তারা পরিবার-পরিজন নিয়ে চলবেন কীভাবে?

তাজহাট থানার ওসি বলেন, ‘মোটর শ্রমিকদের দাবি যৌক্তিক। লকডাউনের সরকারি নির্দেশনা অনুযায়ী বাস না চললে মাইক্রোবাস ও প্রাইভেট কারও চলবে না। এসব গাড়ি যাত্রী নিয়ে চলাচল করে, সে কারণে আমরা চলাচল বন্ধ করে দিয়েছি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর দাবি
বাসে মামলা দেওয়ায় মহাখালীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
‘যত্রতত্র’ যাত্রী উঠানোর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন