X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

যেভাবে কোয়ারেন্টিন হবে লঙ্কানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৯:৪১আপডেট : ১৬ মে ২০২১, ১৯:৪৮

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই আবার ওয়ানডে সুপার লিগের অংশ। রবিবার অবতরণ করার আগে অবশ্য নিজেদের দেশ থেকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছে লঙ্কানরা। এর পরেও স্বাস্থ্যমন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী তিনদের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের।

সেই বিধি পালন করতেই বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি হোটেলে চলে গেছেন তারা। এখন তিনদিন রুম কোয়ারেন্টিন পালনের পরই মাঠে নামার অনুমতি পাবেন। রবিবার বিমান বন্দরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শ্রীলঙ্কার কোয়ারেন্টিন প্রক্রিয়ার ব্যাপারে একটা ধারণা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল, আমরা সেরকম প্রোটোকলই বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে তৈরি করেছি। প্রথম তিনদিন ওরা একটা কঠোর কোয়ারেন্টিন অনুসরণ করবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবে। এই তিন দিন বাইরে আসবেন না।’

অবশ্য কোয়ারেন্টিনের সময়টাতে কয়েক দফায় করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে লঙ্কান ক্রিকেট দলের। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রুম কোয়ারেন্টিনের তিনদিনের মধ্যেই দুটি টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীলনের অনুমতি মিলবে। সেক্ষেত্রে ওরা নিজেদের মধ্যেই অনুশীলন করবে। আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি, এই পদ্ধতি সেখানেও ফলো করেছি।’

এর পরের করোনা পরীক্ষা নিয়ে বিসিবির চিকিৎসক আরও বলেছেন, ‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’দল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ওই পরীক্ষার ফলাফলের পর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’

অবশ্য সমস্ত কিছু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে হচ্ছে উল্লেখ করে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা মেনে আমরা অনুসরণ করছি। আর প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল