X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

'গাজা থেকে ছোড়া ফিলিস্তিনিদের রকেট প্রতিরোধের অংশ'

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ২১:০২আপডেট : ১৭ মে ২০২১, ২১:০২

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গাজা থেকে ফিলিস্তিনিদের ছোড়া রকেট প্রতিরোধের অংশ এবং আন্তর্জাতিক আইনও তা সমর্থন করে। সোমবার ভারতীয় বুকারজয়ী লেখক অরুন্ধতী রায় ও নয়নতারা শেহগালের নেতৃত্বে একদল লেখক ও শিল্পী এক বিবৃতিতে এই অবস্থানের কথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে তারা ফিলিস্তিনি শিশুদের হত্যার জন্য ইসরায়েলের সরকার ও এবং অবৈধভাবে ফিলিস্তিনিদের ভূখণ্ড কেড়ে নেওয়ার জন্য ইসরায়েলি সেটেলারদের দায়ী করেছেন।

বিবৃতি দাতাদের মধ্যে আরও রয়েছেন অভিনেত্রী রত্না পাঠক শাহ, নাসিরুদ্দিন শাহ, গিতা হরিহরণ ও অর্থনীতিবিদ প্রভাব পাটনায়েক। তারা বলেছেন, গাজায় চলমান লড়াইয়ের বর্ণনা দিতে ফিলিস্তিনিদের তাদের সম্মান ও প্রতিরোধের অধিকার থেকে বঞ্চিত করা উচিত না।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। এই রকেট পরবর্তী নৃশংসতা শুরু বা নির্ধারণ করেনি। অবৈধ দখলের বিরুদ্ধে এই রকেটগুলো প্রতিরোধের অংশ, যা আন্তর্জাতিক আইন সমর্থন করে ।

বিবৃতিতে লেখক ও শিল্পীরা বলেছেন, চরম শক্তিতে ইসরায়েলের পাল্টা হামলায় শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এতে তারা মিসর কর্তৃপক্ষের কাছে গাজা উপত্যকাকে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের রক্ষায় আরব বিশ্বের রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা ইঙ্গিত করেছেন।

বিবৃতিতে ১৯৬০ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ১৫১৪ রেজুলেশনের কথা তুলে ধরেছেন যাতে সাবেক ঔপনিবেশ থেকে সরে এসে সেই দেশকে স্বাধীনতা দেওয়ার প্রক্রিয়াকে সমর্থন দেওয়া হয়েছে।

বিবৃতিতে শিল্পীরা উল্লেখ করেছেন, মে মাসের শুরুতে ইসরায়েল শেখ জারাহ (জেরুজালেম) থেকে ফিলিস্তিনি পরিবারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করে। লেবাননের লেখক এলিয়াস খউরি এই উচ্ছেদকে চলমান নকবা (বিপর্যয়)-এর অংশ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলিরা তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পর এই ফিলিস্তিনি পরিবারগুলো জেরুজালেমের এই অংশে বসত গড়ে। এখন আবার তাদের উচ্ছেদ করা হচ্ছিল।

জেরুজালেমের শেখ জারা এলাকায় ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ পূর্ব জেরুজালেম ও গাজার চলমান সংকটের আংশিক কারণ। যে উদ্যোগ স্থানীয় ফিলিস্তিনিরা প্রতিরোধ করেছেন। যা উভয় পক্ষকে আরও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। জেরুজালেমের পাশাপাশি লদ, হাইফা ও বিরশেবা শহরেও আরব-ইসরায়েল সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

/এএ/
সম্পর্কিত
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ