X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৯:২২আপডেট : ১৮ মে ২০২১, ১৯:২২

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, গ্রেফতার ও মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের  বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ মে) পেন বাংলাদেশের সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন এবং পাবলিসিটি সেক্রেটারি সাকিরা পারভীনের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এ সময় সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাতভর থানায় রেখে সকালে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড না মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (২০ মে) জামিন শুনানির দিন ধার্য করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করেন, যে প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। পেন বাংলাদেশ বিশ্বাস করে— একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তা ও গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতাকেই খর্ব করে। সংবাদপত্রের নীতিকে সম্মান জানাতে সরকারের প্রতি দাবি জানাচ্ছে পেন বাংলাদেশ।

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছে পেন বাংলাদেশ।   

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক মানদণ্ডে ‘সাইবার নিরাপত্তা আইন’ করার আহ্বান পেন বাংলাদেশের
‘সাংবাদিকদেরও দায়বদ্ধতা আছে’
পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন ২০ তরুণ লেখক
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা