X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

পটুয়াখালী প্রতিনিধি
২৫ মে ২০২১, ১৫:৩৫আপডেট : ২৫ মে ২০২১, ১৫:৩৫

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সকাল থেকে শুরু হওয়া জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও ভাঙা বেড়িবাঁধ বাদ দিয়ে পানি প্রবেশ করে পটুয়াখালীর অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরকাসেম এলাকা , চরমোন্তাজ ইউনিয়নের মিটার বাজার এলাকা, ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালি এলাকা, বড়বাইসদিয়া ইউনিয়নের হালিম চার এলাকা, চালিতাবুনিয়া ইউনিয়নের বিবিরহাওলা, গরুভাঙ্গা, মরাজাঙ্গি, গোলবুনিয়া, চিনাবুনিয়া ও চারলতা এলাকা পানিতে পুরাপুরি প্লাবিত হয়েছে।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে নয়টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলায় প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া দশমিনা, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

এদিকে পটুয়াখালী পৌর শহরের বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে।

চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন, আমার ইউনিয়নে অনেক জায়গা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি এতটা বৃদ্ধি পেয়েছে যে মানুষের ঘরবাড়িসহ সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এরকম পানি বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারিনি। আমরা প্রস্তুত ছিলাম না। তাছাড়া আবহাওয়া অফিস থেকে এরকম কোনও সংকেত পাইনি আমরা । বিগত বন্যাগুলোর সময়ও এত পানি হয়নি। আমার ইউনিয়নের পূর্ব পাশে বা আগুনমুখা নদীর প্রান্তে বেড়িবাঁধ নেই। আমরা সংকেত পেলেই মালামাল নিয়ে সাইক্লোন সেন্টারে চলে যাই। খবরের মাধ্যমে জানতে পারছি ‘ইয়াস’ পটুয়াখালীর দিকে আসবে না। আর এলেও মঙ্গলবার বিকালে উপকূলে আঘাত হানতে পারে এমন তথ্যের ওপর ভিত্তি করে আমরা প্রস্তুত ছিলাম না, তাই আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদে আনবার চেষ্টা অব্যাহত রেখেছি।

‘ইয়াস’-এর প্রভাবে পটুয়াখালীর ১৯ গ্রাম প্লাবিত

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সাহেলী বলেন, সকাল সাড়ে ১১ টায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ( বিপদসীমার) ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্লাবিত হয়েছে। কলাপাড়ার বালিয়াতলি ও পায়রা বন্দর এলাকা ও রাঙ্গাবালীর বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা খোঁজখবর রাখছি। কিছু জায়গায় আমাদের লোক পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল