X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৯:৩৩আপডেট : ২৬ মে ২০২১, ২০:৩৮

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের ভালোবাসায় মোসারাত জাহান মুনিয়া তার বোনকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল। তাই মুনিয়াকে নিয়ে বেশি কথা বলতে রাজি নন তার বোন নুসরাত। বুধবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনিয়ার বোন নুসরাত। এ সময় মুনিয়ার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। 

নুসরাত বলেন, ‘মুনিয়াকে আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি তাকে নিয়ে কথা বলতে চাই না। আনভীরের ভালোবাসায় সে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে গেছে।’

বাড়ি ভাড়া করতে দিয়েছেন কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু কাজে আমি তার জেদের কাছে পরাজিত হয়েছিলাম। ‘২৬ এপ্রিল সকালে সে আমাকে ফোন করে বলেছে আনভীর তাকে নানারকম অপবাদ দিচ্ছে। আমি জানতে চাইলাম কী অপবাদ? সে বললো আজকে আমি তোমাকে সব বলে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক ভুল করেছি। আনভীর আমাকে অনেক ধোঁকা দিয়েছে। এরপর সে অনেক চিৎকার করেছে। কান্নাকাটি করেছে।’

অপবাদ প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, ‘মুনিয়া নাকি আনভীরের শত্রু শারুনের সঙ্গে যুক্ত। আমি জানতে চাইলাম শারুন কে? মুনিয়া বললো, তুমি এলে আমি সব বলবো।’

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসান বলেন, ‘আমরা উদ্বেগ প্রকাশ করছি যে সাধারণত কোনও এজাহার হলেই পুলিশ উচ্চ অভিযোগকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনতে নানা ধরনের পদক্ষেপ নেয়। সন্দেহভাজন অনেককেই গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে। মুনিয়া হত্যা মামলার ক্ষেত্রে প্রধান আসামি প্রভাবশালী হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মনে সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে কি আমরা বুঝে নেবো প্রশাসন তাদের হাতে জিম্মি?’

তিনি আরও বলেন, “এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মৃত্যুর আগে শারমিন সাহেদ ও মুনিয়ার বড় বোন তানিয়ার ফোনালাপে মুনিয়ার মৃত্যুর আশঙ্কায় উদ্বেগ, লাশ উদ্ধারের সময় রুমের দরজায় অবস্থান, লাশের অবস্থান, রুমের পারিপার্শ্বিক অবস্থা ও মুনিয়ার লিখিত ডায়েরিসহ বিভিন্ন আলামত পর্যালোচনায় অবস্থাদৃষ্টে আমাদের কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনী কোনও বলয়ের দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে মুনিয়া হত্যার প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। আনভীর দেশে না বিদেশে তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি ও আসামি গ্রেফতার না হওয়ায় ‘মুনিয়া হত্যায়’ ন্যায়বিচার আদৌ হবে কিনা তা নিয়েও আমরা শঙ্কিত।”

এ সময় কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে বসুন্ধরা গ্রুপ কর্তৃক ক্ষতিগ্রস্ত ও সর্ব পর্যায়ের জনগণকে সঙ্গে নিয়ে যৌক্তিক দাবি আদায়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
মুনিয়া হত্যা মামলা: পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ
‘সামওয়ান’ কিলড মুনিয়া-তনু-লাভলী
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে