X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বৃষ্টির প্রভাব প্রিমিয়ার লিগে, বিকেএসপির মাঠে হাঁটু পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১২:২১আপডেট : ০১ জুন ২০২১, ১২:২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ গত মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল। দেড় বছর বিরতির পর ফরম্যাট বদলে সোমবার থেকে ফের শুরু হয়েছিল খেলা। এবার দ্বিতীয় দিনেই বৃষ্টির বাঁধায় পড়েছে কুড়ি ওভারের লিগটি। সকাল থেকে প্রবল বৃষ্টিতে একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ফলে ঢাকা লিগের আয়োজক সিসিডিএম দ্বিতীয় দিনের খেলা স্থগিত করেছে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে বিকেএসপির মাঠগুলো হাঁটু পানিতে ডুবে গেছে। মিরপুর স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলেও বিকেএসপিতে সেটি নেই। ফলে মিরপুরে ম্যাচ আয়োজন সম্ভব হলেও বিকেএসপতি কোনওভাবেই সম্ভব ছিল না। সবমিলিয়ে তাই সিসিডিএম আজকের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে দ্বিতীয় দিনের খেলা বাতিল হলেও পুরো লিগটি স্থগিত করেনি সিসিডিএম। সূচিতে এখন তৃতীয় রাউন্ডের জায়গায় দ্বিতীয় রাউন্ড ম্যাচগুলো হবে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘টানা বৃষ্টির কারণে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছি। আজকের ম্যাচগুলো তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন) শুরু হবে। ফলে প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। এভাবেই নতুন সূচিটা করার পরিকল্পনা।’

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টি বিঘ্নিত চারটি ম্যাচে ফল এলেও দুটি ম্যাচে ক্লাবগুলো পয়েন্ট ভাগাভাগি করেছে।

মঙ্গলবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ব্রাদার্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল। দিনের অপর মাঠে মিরপুরে শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপির দুটি মাঠে প্রাইম ব্যাংক-শাইনপুকুর এবং মোহামেডান-পারটেক্সের ম্যাচ হওয়ার কথা ছিল। সবগুলো ম্যাচই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে