X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির প্রভাব প্রিমিয়ার লিগে, বিকেএসপির মাঠে হাঁটু পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১২:২১আপডেট : ০১ জুন ২০২১, ১২:২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ গত মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল। দেড় বছর বিরতির পর ফরম্যাট বদলে সোমবার থেকে ফের শুরু হয়েছিল খেলা। এবার দ্বিতীয় দিনেই বৃষ্টির বাঁধায় পড়েছে কুড়ি ওভারের লিগটি। সকাল থেকে প্রবল বৃষ্টিতে একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ফলে ঢাকা লিগের আয়োজক সিসিডিএম দ্বিতীয় দিনের খেলা স্থগিত করেছে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে বিকেএসপির মাঠগুলো হাঁটু পানিতে ডুবে গেছে। মিরপুর স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলেও বিকেএসপিতে সেটি নেই। ফলে মিরপুরে ম্যাচ আয়োজন সম্ভব হলেও বিকেএসপতি কোনওভাবেই সম্ভব ছিল না। সবমিলিয়ে তাই সিসিডিএম আজকের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে দ্বিতীয় দিনের খেলা বাতিল হলেও পুরো লিগটি স্থগিত করেনি সিসিডিএম। সূচিতে এখন তৃতীয় রাউন্ডের জায়গায় দ্বিতীয় রাউন্ড ম্যাচগুলো হবে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘টানা বৃষ্টির কারণে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছি। আজকের ম্যাচগুলো তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন) শুরু হবে। ফলে প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। এভাবেই নতুন সূচিটা করার পরিকল্পনা।’

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টি বিঘ্নিত চারটি ম্যাচে ফল এলেও দুটি ম্যাচে ক্লাবগুলো পয়েন্ট ভাগাভাগি করেছে।

মঙ্গলবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ব্রাদার্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল। দিনের অপর মাঠে মিরপুরে শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপির দুটি মাঠে প্রাইম ব্যাংক-শাইনপুকুর এবং মোহামেডান-পারটেক্সের ম্যাচ হওয়ার কথা ছিল। সবগুলো ম্যাচই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!