X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
০২ জুন ২০২১, ১০:১১আপডেট : ০২ জুন ২০২১, ১০:১১

প্রতিবেশী রাষ্ট্র ভারতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। বলা হচ্ছে উচ্চ সংক্রমণের জন্য ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই ভয়াবহ। তাই সেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ের চার উপজেলা ভারতীয় সীমান্ত ঘেষা। এসব সীমান্ত এলাকা দিয়ে গরু, মাদক, কসমেটিক, শাড়িসহ বিভিন্ন ধরনের পণ্য চোরালান হয়ে আসে ভারত থেকে। আবার অনেকে অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে যায় এবং কাজ শেষে ফিরে আসে। করোনাকালেও এ অবস্থা অব্যাহত রয়েছে। আর এর থেকেই জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বলেন, সীমান্ত জেলা হিসেবে ঠাকুরগাঁওয়ের ঝুঁকি তুলনামূলক বেশি। এ বিষয়ে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে ছয় ভারতীয়কে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে দু'দফা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনা ধরা পড়েনি। তবে এটাই চূড়ান্ত নয়। সীমান্তে সতর্কতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় এপ্রিল মাসে মোট করোনা রোগী শনাক্ত হন ৯৫ জন। শনাক্তের হার ১৪.৮ শতাংশ। মারা গেছেন চার জন। তবে মে মাসে শনাক্ত কমে দাঁড়িয়েছিলো ৩৯ জনে। মারা গেছেন তিন জন। সেক্ষেত্রে শনাক্তের হার ছিল ১০ শতাংশ।

১০ থেকে ১৬ মে দুই জন রোগী শনাক্ত হন। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত শনাক্ত হন সাত জন। কিন্তু মের শেষ পাঁচ দিনে শনাক্ত হন ২৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে আক্রান্তদের বেশিরভাগই আবার জেলার চারিদিকে সীমান্তবেষ্টিত উপজেলা বালিয়াডাঙ্গীর। এ সীমান্ত দিয়েই মূলতঃ ভারত থেকে গরু আসে। এর থেকেই আতংক, গরু চোরাচালানকারীরা ভারত থেকে এদেশে এসে করোনা ছড়াচ্ছেন কিনা।

সচেতন নাগরিকরা মনে করছে এই সময়ে সীমান্তে কঠোর নজরদারি না করতে পারলে চাঁপাইনবাবগঞ্জের মত অবস্থা হতে পারে।

ঠাকুরগাঁওয়ের নাট্যজন ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খোদা বকশ ডাবলু বলেন, ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলার চারটিই ভারতীয় সীমান্তবর্তী। ফলে ভারতে যেভাবে মারাত্মক আকারে করোনা ছড়াচ্ছে, সে ঢেউ এদেশে লাগবে সেটাই খুব স্বাভাবিক। এজন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করার কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ইনতাজুল হকের মতে, আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্ত জেলাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ঠাকুরগাঁও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কারণ সীমান্তসংলগ্ন এলাকার কিছু মানুষ আছেন যারা ভারতে শ্রমিকের কাজ করেন। তারা বর্ডার দিয়ে অবৈধভাবে আসা যাওয়া করেন।

স্থানীয় সাংবাদিক আল মামুন বলেন, সর্বশেষ গত কিছুদিন ধরে বালিয়াডাঙ্গীতে আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি। আর এখানে মাস্ক পরা মানুষের সংখ্যাও জেলার মধ্যে সবচাইতে কম। এই আক্রান্তরা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া সীমান্তবর্তী হাটবাজার যেমন কালমেঘ, লাহিড়ীতে গরুর হাটে ভারতীয় গরু দেখা যাচ্ছে, যা আমাদের ক্যামেরায় সম্প্রতি ধরা পড়ে। তবে সীমান্ত হাটবাজারগুলোতে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির দুর্নীতিবাজ একাংশের মাধ্যমে গরুগুলোর 'বৈধ' কাগজপত্রও দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদ জানান, বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে আগের চেয়ে জনবল বাড়িয়ে ঠাকুরগাঁওয়ে সীমান্তে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

এদিকে প্রশাসনিক নানা পদক্ষেপের পরেও জেলায় সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অনেকটা উদাসীন। হাট-বাজার মার্কেটসহ বিভিন্ন স্থানে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না ও সামাজিক দূরত্ব মানছে না। দোকান-বাজার, রাস্তা-ঘাট কোনও স্থানেই লকডাউনের কড়াকড়িও দেখা যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

 

/টিটি/
সম্পর্কিত
'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ