X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শুটিং করেও হৃদি হকের ছবিতে নেই পরীমনি-দীপ!

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৩:৪৯আপডেট : ০২ জুন ২০২১, ১৮:৩৪

গত বছরের ফেব্রুয়ারিতে খবর আসে, মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। নায়ক হিসেবে থাকছেন ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করা সুদীপ বিশ্বাস দীপ। ছবির নাম ‘১৯৭১ সেইসব দিন’।

বিষয়টি তখন বাংলা ট্রিবিউনকেও নিশ্চিত করেন ছবিটির পরিচালক হৃদি। এরপর সে বছরের মার্চে ঠাকুরগাঁওয়ে শুটিংয়ে অংশ নেন তারা। করেন বেশ কিছু কাজ। হয়েছে তৃতীয় লটের দৃশ্যধারণ।

তবে এবার জানা গেলো, ছবিতে নেই পরীমনি ও দীপ- দুজনেই!

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন হৃদি হক নিজেই। বলেন, ‘তারা আর আমাদের সঙ্গে নেই। ছবির প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।’

তবে এ বিষয়ে কোনও কথা বলছেন না পরীমনি!

চলচ্চিত্রটিতে কাজ করছেন কিনা জানতে চাওয়া হয় দীপের কাছে। তিনি শুধু বলেন, ‌‘এতে আমি নেই এটুকুই বলতে পারি। বাকি তথ্য পরিচালকের কাছে পাবেন।’

জানা যায়, দীপের মতো পরীমনিও ছবি থেকে সরে দাঁড়ালেন! তবে কারণ বলছেন না কেউই।

একটি দৃশ্যে লিটু আনাম, তারিন ও শিশুশিল্পীর লুক এদিকে গত সপ্তাহে চলচ্চিত্রের কাজ সম্পর্কে নির্মাতা হৃদি হক বলেন, ‘আমরা কিছু দিন আগেই সিনেমার তৃতীয় লটের শুটিং শেষ করেছি। আর দুটি লটের শুটিং করতে হবে। আশা করি, কয়েক মাসের মধ্যেই এর দৃশ্যধারণ শেষ করতে পারবো।’

সরকারি অনুদানের এই সিনেমায় তিন ভাইয়ের চরিত্রে আছেন লিটু আনাম, ফেরদৌস ও সজল। আরও আছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিন, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার