X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বৈঠকের আগে বাইডেনকে হুঁশিয়ার করলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ১৯:২৬আপডেট : ০২ জুন ২০২১, ১৯:৪৭
image

তুরস্ককে কোণঠাসা করতে চাইলে যুক্তরাষ্ট্র মূল্যবান বন্ধু হারাবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তার সঙ্গে বৈঠকে বসতে যাওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এই হুঁশিয়ারি জানালেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

দুই ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে বেশ আগে থেকেই সম্পর্কে উত্তেজনা চলছে। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নিয়ে তুরস্কের মানবাধিকার রেকর্ডের ওপর মনোনিবেশ করলে সম্পর্কের আরও অবনতি হয়। এই মাসের দ্বিতীয় সপ্তাহে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে প্রথমবারের মতো সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার আঙ্কারা-ওয়াশিংটনের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে এরদোয়ান বলেন, তুরস্ককে যারাই কোণঠাসা করতে চাইবে তারাই মূল্যবান বন্ধু হারাবে। তিনি বলেন, ‘(যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের চলমান উত্তেজনার কারণ কী? তথাকথিত আর্মেনিয়া গণহত্যা। তুর্কি প্রেসিডেন্টের প্রশ্ন, ‘আর্মেনিয়া নিয়ে কথা বলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কি আর কোনও সমস্যা নেই?’

২০১৬ সাল থেকে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টির আরও কয়েকটি ঘটনা উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরমধ্যে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের প্রতি মার্কিন সমর্থনও উল্লেখ করেছেন তিনি। কুর্দি যোদ্ধাদের তুরস্ক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে থাকে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আসলেই আমাদের বন্ধু হয়ে থাকে, তাহলে তাদের কি সন্ত্রাসীদের পক্ষে থাকা উচিত, নাকি আমাদের পক্ষে? দুর্ভাগ্যজনকভাবে তারা অব্যাহতভাবে সন্ত্রাসীদের পক্ষেই কাজ করছে।’

২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান দাবি করেন, হোয়াইট হাউজের ক্ষমতায় যারাই এসেছেন তাদের সঙ্গেই কাজ করতে পেরেছেন তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে