X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইউরোপে বেলারুশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ১৮:০৬আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:০৭

ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচককে আটকের জেরে ইউরোপের আকাশসীমা এবং বিমানবন্দর ব্যবহারে বেলারুশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শনিবার খবর প্রকাশ করেছে বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত ২৩ মে সাংবাদিক রোমান প্রোতাসেভিচক রায়ানএয়ারের উড়োজাহাজে অবস্থান করছিলেন। বিমানটিতে বোমা আছে উল্লেখ করে গতিপথ ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক রোমানকে গ্রেপ্তার করে দেশটির সরকার। যদিও ওই ফ্লাইটে বোমার কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। তখনই বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইইউ। এরই অংশ হিসেবে নিষেধাজ্ঞা কার্যকর হল।

বেলারুশ সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত বিরোধীদলীয় নেতা সেভেতলানা তিখানোভস্কায়া। পোল্যান্ড থেকে শিল্পোন্নত দেশগুলোকে নিয়ে গড়া জোট জি-সেভেন-এর সদস্যভুক্ত দেশগুলোর প্রতি এ আহ্বান রাখেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা-(ইএএসএ) তাদের এক নির্দেশনায় ইইউ’র এয়ারলাইন্সগুলোকে নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশ পথ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির এমন আদেশে সমালোচনা করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা-আইএটিএ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এতে এশিয়ার ফ্লাইটগুলোয় যাত্রা আরও দীর্ঘ হবে এবং খরচও বাড়বে।

এদিকে আটক হওয়া বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়ে। সেখানে এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভ আয়োজনের কথা স্বীকার করেছেন তিনি। আর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর। প্রোতাসেভিচের পরিবারের দাবি চাপের মুখে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো