গাজীপুরের টঙ্গী এলাকায় দু’টি পরিবারের সদস্যদের নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশ ব্যাটালিয় (র্যাব)-১। রবিবার (৬ জুন) দুপুরে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রুপটি টঙ্গীতে নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।