X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিয়ে নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে সমালোচিত মালালা

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ২০:০০আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১২

বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে সমালোচনার মুখে পড়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দুই মানুষের সম্পর্কে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রকাশিত সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে ২৩ বছরের মালালা বলেছেন, কেন একটি সম্পর্ক শুধু পার্টনারশিপ হতে পারে না।

মালালা বলেন, সম্পর্কের কথা ভাবতে গেলে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই নিজেদের সম্পর্কের ঘটনা প্রকাশ করছেন। এতে অনেকে উদ্বিগ্ন হন। কাউকে বিশ্বাস করা যাবে, নাকি যাবে না। এছাড়া কীভাবে নিশ্চিত হওয়া যাবে।

মালালা বলে চলেন, আমি একটি বিষয় বুঝতে পারি না, কেন মানুষকে বিয়ে করতে হবে। যদি জীবনে কোনও সঙ্গী চান তাহলে কেন আপনাকে কাগজে স্বাক্ষর করতে হবে, কেন এটি শুধু একটা পার্টনারশিপ হতে পারে না?

তার এই মন্তব্যে পাকিস্তানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমালোচনা শুরু করেছেন। আইনপ্রণেতা, মাওলানা, শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজের একাংশও তার পশ্চিমা ধারণার বিরোধিতার করছেন। বেশিরভাগই এই মন্তব্যকে ‘আইনসম্মত জীবনসঙ্গী’ নিয়ে পরিবারের যে ধারণা বিদ্যমান, সেটির প্রতি মালালার নেতিবাচক মনোভাবের ইঙ্গিত বলছেন।

শুক্রবার মালালার এই অবস্থানের সমালোচনা করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), জমিয়তে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামের আইনপ্রণেতারা। তারা মালালার পরিবারের কাছে এই অবস্থানের ব্যাখ্যা দাবি করেছেন।

পিপিপির আইনপ্রণেতা সাহিবজাদা সানাউল্লাহ প্রাদেশিক পার্লামেন্টেও বিষয়টি তুলেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে এই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা আসলেই শিক্ষার পক্ষে আন্দোলনকারী এই মন্তব্য করেছেন কিনা।

তিনি আরও বলেন, কোনও ধর্মেই লাইফ পার্টনারকে অনুমোদন দেওয়া হয়নি। যদি মালালা এর পক্ষে থাকেন তাহলে তা নিন্দনীয়।

আওয়ামী ন্যাশনাল পার্টি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ মালালার অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে বিষয়টিকে বিতর্কিত না করার জন্য।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন