X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চয়নিকার প্রথম ওয়েব ফিল্মেও পরীমনি

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২২:২১আপডেট : ০৭ জুন ২০২১, ১৩:১৬

২০২০ সালের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয় টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে নির্মাণ করেন ‘বিশ্বসুন্দরী’।

ছবিটি বেশ আলোচনা তৈরি করে। এই নির্মাতা আবারও চলচ্চিত্রে হাতে দিচ্ছেন। তবে সেটা ওয়েবে। আর সেখানেও সহযাত্রী হিসেবে নিচ্ছেন পরীমনিকে। চলচ্চিত্রটির নাম ‘অন্তরালে’। যা লিখেছেন পান্থ শাহরিয়ার। আর এখানে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার প্রথম চলচ্চিত্রে পরী ছিলেন। মজার বিষয় হলো, প্রথম ওয়েব ফিল্মেও তিনি থাকছেন। তিনি দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন। তার তো অনেক গুণ। তবে তারচেয়েও বড় বিষয়, তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসি-খুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারবো। কোনও ব্রেক নিতে হবে না।’

ছবির গল্প প্রসঙ্গে গল্পকার পান্থ শাহরিয়ার জানান, অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন- তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায় তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।

এদিকে, ছবির নির্মাতা চয়নিকা জানান, চলতি মাসেই ‌‘অন্তরালে’র শুটিং শুরু হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এ ওয়েব ফিল্মটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া