X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সকাল থেকে খুলনার এক হাসপাতালেই ৭ করোনা রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ০২:২৪আপডেট : ০৯ জুন ২০২১, ০২:২৬
image

খুলনা মেডিক্যালের করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (০৮ জুন) সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়েছে। একইদিনে এ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মৃতরা হলেন- মোড়লগঞ্জের সেলিম জমাদার (৬৫), ফুলতলার আব্দুল মালেক (৭৫) ও তুষার কান্তি (৫৮); কয়রার আয়জান বেগম (৭৫); যশোরের কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাটের আব্দুল হাই শিকদার (৮০) ও দরবেশ আলী (৭২)। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ২৯৫ জনের মৃত্যু হলো।

খুমেকের পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯, বাগেরহাটের ২৬, যশোরের ২, পিরোজপুরের ২, গোপালগঞ্জের ১ ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলার বানিয়াখালি এলাকার মৃত আলকাজ উদ্দীন শিকদারের ছেলে আব্দুল হাই শিকদার মৃত্যুবরণ করেন। তিনি ৭ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

বিকেলে মারা যান যশোর সদরের মৃত তবিবুর রহমানের ছেলে কাজী সাইদুর রহমান। তিনি ৭ জুন হাসপাতালে ভর্তি হন।

বিকাল পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোড়লগঞ্জের কেয়ারবাজার এলাকার মৃত সাত্তার জমাদারের ছেলে সেলিম জমাদার মারা যান। তিনি ৫ জুন হাসপাতালে ভর্তি হন।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকার তুষার কান্তি মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার মতি লালের ছেলে। ৪ জুন হাসপাতালে ভর্তি হন তুষার কান্তি।

একই সময়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়জান বেগম মারা যান। কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী আয়জান ৬ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

সকাল সোয়া ৭টায় মারা যান আব্দুল মালেক। ফুলতলা উপজেলার সাহেব আলীর ছেলে মালেক ৫ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।

রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে দরবেশ আলী মারা যান। ঝিনাইদহের পাইকপাড়ার বাসিন্দা দরবেশ আলী ৮ জুন হাসপাতালে ভর্তি হন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ১২৯ জন করোনা রোগী। এর মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে, ২০ জন আইসিইউতে এবং এইচডিইউতে ১৯ জন রয়েছেন।

/এফআর/ /এএম/
সম্পর্কিত
করোনা আক্রান্ত আরও ৩ জন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৬ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে