X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিউচরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর

চাঁদপুর প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২৩:১৫আপডেট : ০৯ জুন ২০২১, ২৩:১৫

গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নিউচরে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ন-০২ প্রকল্পের আওতায় নির্মিত আশ্রয়ন প্রকল্পটি বুধবার (৯ জুন) বিকালে সেনাবাহিনী হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ৩ বীরের তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ করা হয়।

জানা গেছে, নিউচরে গৃহহীন পরিবারকে আশ্রয় দেওয়ার লক্ষ্যে চলতি বছরের ১ এপ্রিল এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। পাঁচ ইউনিট বিশিষ্ট ২৮টি সিআইসিট ব্যারাক হাউজে মোট ১৪০টি পরিবার বসবাস করতে পারবে। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪৭০ ফুট এবং প্রস্থ ৪০০ ফুট। আশ্রয়ন শেডের সংখ্যা ২৮টি। প্রতিটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ২৯ ফুট। শেডগুলোর প্রতিটি মেঝে পাকা ও সম্পূর্ণ টিনে দ্বারা আচ্ছাদিত। বসবাসকারী পরিবারের সুবিধার্থে ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত ২২ মে এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়।

এখানে ১৪০টি পরিবার বসবাস করতে পারবে আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে কুমিল্লা সেনানিবাসের মেজর মো. তাসনিম ফরহাদ বলেন, ‘ “আশ্রয়ণের অধিকার/শেখ হাসিনার উপহার” এই স্লোগানে গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার আশ্রয়ণ প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের আওতায় আজকে এই চর এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলো।’

হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই খোয়াইহলা চৌধুরী বলেন, ‘অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তারা গুণগত মান বজায় রেখে কাজ করেছেন। আজ আমাদের কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়েছে। এরপর আমাদের উপজেলা কমিটি আছে, তাদের মাধ্যমে ১৪০টি পরিবারকে দেওয়া হবে। আশা করি, এ বছরের মধ্যেই পরিবারগুলো আশ্রয়ণ প্রকল্পে উঠতে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন– কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন মেহেদি হাসান, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, স্থানীয় সরকার উপসহকারী প্রকৌশলী মাসুদুর রহমান, ঠিকাদার মো. জাকির হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ