X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মহামারির বছরগুলো ‘লুপ্ত’ ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
১১ জুন ২০২১, ২০:৪৪আপডেট : ১১ জুন ২০২১, ২০:৪৪

করোনা মহামারির বছরগুলো ‘লুপ্ত বছর’ ঘোষণা করে চাকরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়ানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার (১১ জুন) বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করে ছাত্র সংগঠনটি।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এইচ রিয়াদ।

করোনা মহামারি চলাকালে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম গেল দুই বছর ধরে বিপর্যস্ত দাবি করে সমাবেশে বক্তারা বলেন, সরকারের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনার অভাবে শিক্ষা কার্যক্রমের অবস্থাও হয়ে পড়েছে নাজুক। এমন অবস্থায় যখন রাষ্ট্র ও সরকারের মানুষের পাশে দাঁড়ানোর কথা, ঠিক তখনই দেশের পাটকল ও চিনিকলগুলো বন্ধ হতে দেখেছি আমরা। লাখ লাখ মানুষ যখন বেকার, তখন শিল্পায়নের ও কর্মসংস্থানের নতুন কোনো পরিকল্পনা গ্রহণ না করে ছাঁটাই চলছে অনবরত।

গণমাধ্যমের তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশে করোনার আগেই শিক্ষিত বেকারের সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। করোনাকালে বেশির ভাগ নিয়োগ পরীক্ষা আটকে থাকায় সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে অনেকের। সেই সংখ্যা ধরলে এবং করোনার অজুহাতে ছাঁটাইয়ের সংখ্যা বিবেচনায় আনলে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা দাঁড়াবে প্রায় ১৫ লাখ। সমাজে হতাশা, নৈরাজ্য এসে বাসা বাঁধার একটি প্রধানতম কারণ এই বেকারত্ব।

বেসরকারি প্রতিষ্ঠানে মালিকপক্ষ অধিক মুনাফার আশায় মানসম্মত বেতন নিশ্চিত না করায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে ঝুঁকে থাকে উল্লেখ করে সমাবেশ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোও যেভাবে সিভিল সেলারিয়ান তৈরি করছে, সরকারের নীল-নকশা বাস্তবায়নে সেই হারে মানসম্মত গবেষক তৈরি করছে না। ফলে শিক্ষা আর গবেষণায় দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশের স্থান। অথচ উন্নয়ন সূচকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে থাকায় সরকারের গর্বের শেষ নেই। এখনো দেশে বছরে অন্তত কয়েকশ মানুষ চাকরি না পেয়ে আত্মহত্যা করছে বলেও বক্তারা দাবি করেন।

করোনাকালে নিয়োগ হার কমে ১৩ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে বক্তারা বলেন, করোনার মহামারিকালকে লুপ্ত বছর ধরে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থীদের পর থেকে সকল ব্যাচের জন্য চাকরির বয়স উন্মুক্ত করার দাবি জানাই। সরকার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রতি মানবিক থাকলে অবশ্যই তা মাথায় নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।

এর আগে ২০১১ সালে চাকরিতে অবসরের সময় দুই বছর বাড়ানো হলেও সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা এখনো বাড়েনি উল্লেখ করে সমাবেশ থেকে বলা হয়, ১৯৯২ সালে যখন সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হয়। তখন আমাদের গড় আয়ু ছিলো ৫৭ বছর। এখন আমাদের গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে। ফলে এই দিক বিবেচনা করলেও সরকারের চাকরিতে যোগদানের বয়স না বাড়ানোর আমরা কোনও কারণ দেখি না। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের আহ্বায়ক সৈকত আরিফ ও সম্পাদক অনুপম রায় রুপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মো. সজীব হোসেনসহ প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
নীলক্ষেত মোড়ে অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!