X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্যটনকে ‘শিল্পখাত’ হিসেবে স্বীকৃতির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৪:০৭আপডেট : ১২ জুন ২০২১, ১৪:০৭

দেশের পর্যটন খাতকে শিল্প হিসেবে ঘোষণা, এর সঙ্গে যুক্তদের শ্রমিক হিসেবে ঘোষণা, মজুরি কাঠামো প্রণয়ন এবং করোনায় পর্যটনের সঙ্গে যুক্তদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষা সামগ্রী ও টিকা প্রদানের দাবি জানানো হয়েছে।

শনিবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাজেট ভাবনা: করোনাকালে বিপর্যস্ত পর্যটন খাত এবং পর্যটন শিল্পের শ্রমিক-কর্মচারীদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান। বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস্ ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, অতীতে বিভিন্ন সময়ে আমাদের দেশে পর্যটক এসেছেন। কেউ কেউ ভালোবেসে স্থায়ীভাবে থেকেও গেছেন। এভাবে পর্যটনের মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে পরিচিত হয়েছি এবং টিকে আছি। অথচ এই পর্যটনের সঙ্গে যুক্ত কর্মচারীদের কোনও গুরুত্ব দেওয়া হয় না। তাদের সামান্য পরিমাণ ভাতার জন্য লড়াই করতে হয়েছে।

‘পর্যটনকে অনেকেই শিল্প হিসেবে ঘোষণা দিতে চান না। অথচ গুরুত্ব বিবেচনায় এই পর্যটন খাতকে শিল্প হিসেবে যুক্ত করার সময় এসেছে। শ্রম আইনে শ্রমিকদের বিভিন্ন ভাগে যুক্ত করা আছে। পর্যটন শ্রমিকদেরও একই আইনে কয়েকটি শ্রেণীতে ভাগ করার প্রয়োজন। তাদের গ্রেড ভিত্তিক মজুরি নির্ধারণ প্রয়োজন। আর এসব দাবি আদায় করতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।’

তিনি বলেন, গার্মেন্টস, তাদের বায়ার, এনজিও এবং রাষ্ট্রীয় পর্যায়ের কনসাল্টেন্টরা দেশে আসছে, কাজের বাইরে তারা ঘুরতে চাইছে এবং বিদেশি ডলার খরচ করছে। এক্ষেত্রে পর্যটনের লোকেরা দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। অথচ এ খাত থেকে দেশ হাজার হাজার কোটি টাকা আয় করলেও পর্যটনের সঙ্গে যুক্তদের চেহারায় অপ্রাপ্তির ছায়া দেখতে পাই।

পর্যটন খাতকে আরও উন্নত করতে এর সঙ্গে যুক্ত সকলের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। তাই পর্যটন নিয়ে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।

ফেডারেশনের আহ্বায়ক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর প্রমুখ।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত