X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হিমাগারের ভাড়া‌ বৃ‌দ্ধি, চাষি‌দের বি‌ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৫:২৩আপডেট : ১২ জুন ২০২১, ১৫:৫৩

আলু রাখার পর আকস্মিকভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের আলু চাষিরা। হিমাগারে রাখা আলুর কেজি সাত টাকা পড়ায় শনিবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে আলু চাষিরা জানান, গত বছর হিমাগারে আলুর বস্তাপ্রতি ভাড়া ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এবছর আলুর উৎপাদন বেশি হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। আলু চাষিদের লোকসান গুনতে হচ্ছে। করোনা মহামারির কারণে আলু রফতানি করাও সম্ভব হচ্ছে না। কিন্তু আলু হিমাগারে রাখার চার মাস পর হিমাগার মালিকরা কারণ ছাড়াই অতিরিক্ত মুনাফার লোভে হিমাগার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে আলু চাষিরা আরও লোকসানের মুখে পড়েছেন।

আলু চাষি ও ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নে গঠিত আহ্বায়ক কমিটির নেতা শাহ্ আলম মোস্তফা বলেন, ‘এবছর আলুর উৎপাদন বেশি হওয়ায় দাম অনেক কম। চাষিরা আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। জমিতেই আলু বিক্রি করতে হয়েছে ৯-১০ টাকা কেজি দরে। কিছুটা লাভের আশায় হিমাগারে আলু রেখেছেন তারা। কিন্ত আলু হিমাগারে রাখার সময় বস্তাপ্রতি ভাড়া ১৮০-২০০ টাকা বলা হলেও এখন বের করার সময়ে ভাড়া বাড়িয়ে তা বস্তাপ্রতি ৩৩০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে সব খরচ মিটিয়ে আলুর কেজি দাঁড়ায় সাত টাকা। তার মানে জমিতে আলু বিক্রি করে চাষি কেজিপ্রতি যে দাম পেতেন হিমাগারে রেখে আরও তিন টাকা করে লোকসান গুনছেন। এটি কৃষক মারার পাঁয়তারা।’

এই কৃষকনেতা আরও বলেন, ‘জেলায় চারটি হিমাগারের প্রতিটিতে প্রায় পৌনে দুই লাখ থেকে দুই লাখ বস্তা করে আলু মজুত রয়েছে। হিমাগার মালিকরা বস্তাপ্রতি ১০০ টাকা করে ভাড়া বাড়ালে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বেশি মুনাফা হবে। মুনাফার লোভে তারা কৃষক মারার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ হিমাগারের ভাড়া বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই। আমরা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানাই। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ কামনা করি। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষকনেতা ও আলু ব্যবসায়ী আইয়ুব আলী ব্যাপারী, আব্দুল হক, আবুল কাশেম দুলাল এবং আলু চাষিরা। সমাবেশ শেষে আগামীকাল রবিবার (১৩ জুন) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

/এএম/
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
সর্বশেষ খবর
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল