X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ হয়তো মেয়র হিসেবে আমার শেষ কর্মদিবস: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২১, ২০:৪৩আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল ও মেয়র পদ থেকে বহিষ্কার হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আজকে আমার জীবনে হয়তো জনপ্রতিনিধি বা পৌরসভার মেয়র হিসেবে শেষ কর্মদিবস।’ রবিবার (১২ জুন) দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

এ সময় আবদুল কাদের মির্জা বলেন, ‘আজ সকাল ৯টায় মোবাইলে একটা কল পেয়েছি। নোয়াখালীর একজন ত্যাগী নেতা আমাকে ফোন দিয়ে বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) আমাকে নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। তিনি (ওবায়দুল কাদের) গতকাল নাকি আমাকে বহিষ্কারের জন্য নেত্রীকে অনুরোধ করেছেন। এরপর নেত্রী নাকি ওই নির্দেশ দিয়েছেন। তবে আমি খবর নিয়ে জেনেছি, ওবায়দুল কাদের নেত্রীকে বলেছেন, তাকে (ওবায়দুল কাদের) সরিয়ে দিতে। তিনি বলেছেন, “আমি এভাবে দল ও সরকারের দায়িত্ব পালন করতে পারবো না। ছোট ভাই কাদের মির্জা আমাকে অপমান করেছে”। নেত্রী বলেছেন, “সেটা তোমার পারিবারিক বিষয়, তুমি দেখো।” এখন তিনি মিথ্যাচার করছেন, আমাকে নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘সকালে এ কথা জানার পর আমি পৌরসভার দাফতরিক সব দস্তখত দিয়ে শেষ করেছি। নেত্রীর নির্দেশ পেলে দল এবং পৌরসভার পদ থেকে বিদায় নেবো। নেত্রী ব্যস্ত মানুষ, তিনি হয়তো সময় পাবেন না, তবে সঙ্গে যারা থাকেন তাদের কেউ মেসেজ দিলেও হবে।’

ভাই ওবায়দুল কাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরকে আমি কীসের অপমান করেছি? তার সঙ্গে দেখা করেছি, বললেন, “শান্ত থাক।” এর দুই দিন পর তার ভাগ্নের নেতৃত্বে আমার নয় জন ছেলেকে গুলি করা হলো। কোনও বিচার পাইনি। আমি কেন? কোম্পানীগঞ্জের একটা পাগলও বলবে, গত পাঁচ মাস এখানকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য ওবায়দুল কাদেরই দায়ী। এটা বলা অপরাধ হলে, আমাকে বহিষ্কার করে দিন। আমার নেতাকর্মীরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন। আমি লোকজনকে কত শান্ত করে রাখবো। আমার সঙ্গে যত ওয়াদা করেছেন, একটাও পালন করেননি ওবায়দুল কাদের।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বউয়ের কিচ্ছা আবুল ফজল লিখলেও শেষ করতে পারবেন না। সেটা পরে আরেক দিন বলবো। বাংলাদেশে আপনি যাদের নমিনেশন দেন, তারা কে কী করে তাদের সেই চেহারাটা কি আপনি দেখেছেন? যাদের কোনও অতীত নেই, তাদেরই নমিনেশন দেন আপনি।’

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে নিজের ঘোষিত প্রার্থীদের তালিকা বাতিল ঘোষণা করে কাদের মির্জা বলেন, ‘এ ঘোষণা দেবেন একমাত্র শেখ হাসিনা। তিনি যাদের মনোনয়ন দেবেন, তারা যদি যোগ্য হন তাহলে তাদের পক্ষে কাজ করবো আমি।’

এদিকে, বহিষ্কার হলে পৌরসভার পরবর্তী উপনির্বাচনে আবারও দাঁড়িয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করবেন বলেও জানান তিনি। যদিও এর আগে স্থানীয় সরকারের আর কোনও নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার করেছিলেন তিনি।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা