X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এবার রোমান-দিয়ার প্যারিস অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৯:৪৯আপডেট : ১৬ জুন ২০২১, ১৯:৪৯

সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারি স্টেজ ২-তে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার মিশন ফ্রান্সের প্যারিসে হতে যাওয়া বিশ্বকাপ আর্চারি স্টেজ ৩-এর খেলা। তিন বিভাগ থেকে টোকিও অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। আর এবারও রোমান সানা-দিয়া সিদ্দিকীকে ঘিরে স্বপ্ন দেখছে ফেডারেশন।

৮ জনের দল আগামীকাল (বৃহস্পতিবার) প্যারিসের উদ্দেশে রওনা করবে। এর মধ্যে চার জন করে পুরুষ ও মহিলা প্রতিযোগী। প্যারিসের প্রতিযোগিতাটি শুক্রবার শুরু হয়ে চলবে ২৭ জুন পর্যন্ত।

রিকার্ভ মহিলা ও পুরুষ দলগত এবং রিকার্ভ মহিলা একক- এই তিন বিভাগে টোকিও অলিম্পিকের কোটা প্লেসের জন্য লড়বেন বাংলাদেশের আর্চাররা।

রিকার্ভ পুরুষ দলে আছেন রোমান সানা, কৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ। আর মেয়েদের মধ্যে আছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার।

গত মে মাসে সুইজারল্যান্ডের লুজানের আর্চারি বিশ্বকাপ স্টেজ ২-এ রোমান-দিয়া জুটির হাত ধরে রিকার্ভ মিক্সড ইভেন্টে এসেছিল রুপা।

বুধবার সংবাদ সম্মেলনে প্যারিসের প্রতিযোগিতা নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘লুজানে আমরা রিকার্ভ মিক্সড ইভেন্টে চমৎকার সাফল্য পেয়েছি। সেখানে গিয়ে দল অনেক কিছু শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। প্যারিসে আমাদের সম্ভাবনা আছে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করার। কিন্তু ভারত, জার্মানির মতো অনেক দেশ এখনও কোটা পায়নি। তারাও এই আসরে খেলবে। ফলে কাজটা আমাদের জন্য সহজ হবে না। খুবই কঠিন হবে।’

এরপরই এই কোচ বললেন, ‘এখানে কিছু না পেলেও ওয়াইল্ড কার্ড পাওয়ার সুযোগ থাকবে আমাদের। কিন্তু সেটা নিয়ে ভাবছি না আমরা। আমাদের চাওয়া নিজের হাতে অলিম্পিকের কোটা প্লেসের টিকিট অর্জন করা।’

প্যারিসের প্রতিযোগিতায় রিকার্ভ মহিলা এককে ৪৩ দেশের ১০৫ জন প্রতিযোগী লড়বেন। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে যথাক্রমে ৩৯টি ও ২৮টি দেশ লড়বে। প্যারিসের আসরেও বাংলাদেশ দলকে ‘তীর-গো ফর গোল্ড’ প্রকল্পের আওতায় পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি