X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার রোমান-দিয়ার প্যারিস অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৯:৪৯আপডেট : ১৬ জুন ২০২১, ১৯:৪৯

সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারি স্টেজ ২-তে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার মিশন ফ্রান্সের প্যারিসে হতে যাওয়া বিশ্বকাপ আর্চারি স্টেজ ৩-এর খেলা। তিন বিভাগ থেকে টোকিও অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। আর এবারও রোমান সানা-দিয়া সিদ্দিকীকে ঘিরে স্বপ্ন দেখছে ফেডারেশন।

৮ জনের দল আগামীকাল (বৃহস্পতিবার) প্যারিসের উদ্দেশে রওনা করবে। এর মধ্যে চার জন করে পুরুষ ও মহিলা প্রতিযোগী। প্যারিসের প্রতিযোগিতাটি শুক্রবার শুরু হয়ে চলবে ২৭ জুন পর্যন্ত।

রিকার্ভ মহিলা ও পুরুষ দলগত এবং রিকার্ভ মহিলা একক- এই তিন বিভাগে টোকিও অলিম্পিকের কোটা প্লেসের জন্য লড়বেন বাংলাদেশের আর্চাররা।

রিকার্ভ পুরুষ দলে আছেন রোমান সানা, কৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ। আর মেয়েদের মধ্যে আছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার।

গত মে মাসে সুইজারল্যান্ডের লুজানের আর্চারি বিশ্বকাপ স্টেজ ২-এ রোমান-দিয়া জুটির হাত ধরে রিকার্ভ মিক্সড ইভেন্টে এসেছিল রুপা।

বুধবার সংবাদ সম্মেলনে প্যারিসের প্রতিযোগিতা নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘লুজানে আমরা রিকার্ভ মিক্সড ইভেন্টে চমৎকার সাফল্য পেয়েছি। সেখানে গিয়ে দল অনেক কিছু শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। প্যারিসে আমাদের সম্ভাবনা আছে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করার। কিন্তু ভারত, জার্মানির মতো অনেক দেশ এখনও কোটা পায়নি। তারাও এই আসরে খেলবে। ফলে কাজটা আমাদের জন্য সহজ হবে না। খুবই কঠিন হবে।’

এরপরই এই কোচ বললেন, ‘এখানে কিছু না পেলেও ওয়াইল্ড কার্ড পাওয়ার সুযোগ থাকবে আমাদের। কিন্তু সেটা নিয়ে ভাবছি না আমরা। আমাদের চাওয়া নিজের হাতে অলিম্পিকের কোটা প্লেসের টিকিট অর্জন করা।’

প্যারিসের প্রতিযোগিতায় রিকার্ভ মহিলা এককে ৪৩ দেশের ১০৫ জন প্রতিযোগী লড়বেন। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে যথাক্রমে ৩৯টি ও ২৮টি দেশ লড়বে। প্যারিসের আসরেও বাংলাদেশ দলকে ‘তীর-গো ফর গোল্ড’ প্রকল্পের আওতায় পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!