X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামের রাস্তায় হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২১, ১২:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১২:৫৬

জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। টানা বৃষ্টি শুরু হলেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। সর্বশেষ শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অনেকেই পানিবন্দি হয়ে পড়েন।

শনিবার সকালের বৃষ্টিতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, ২ নম্বর গেট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, হালিশহর, আগ্রাবাদ কে-ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব এলাকায় হাঁটুর ওপরে পানি ওঠে। হালিশহর, মুরাদপুর এলাকায় সবচেয়ে বেশি পানি উঠেছে। ওই এলাকায় সকালে কোমর পরিমাণ পানি জমে যায়। তবে এবার জলাবদ্ধতা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে গেছে।

চট্টগ্রামের রাস্তায় হাঁটুপানি হালিশহর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘বৃষ্টিতে এই এলাকায় হাঁটুপানি জমেছে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। জলাবদ্ধতার কারণে বাসাবন্দি হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।’

একই কথা জানিয়েছেন চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আবুল কালাম। তিনি বলেন, ‘রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে আবাসিকের ভেতরে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরেই হাঁটু পানি মাড়িয়ে বাসা থেকে বের হতে হচ্ছে। আজ সকালেও হাঁটু পানি মাড়িয়ে অফিসে এসেছি।’

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকাল ৯টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!