X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের দুই পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৫:১৯আপডেট : ২০ জুন ২০২১, ১৫:১৯

টাঙ্গাইলের দুই পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক এ বিধিনিষেধ কার্যকর হবে। রবিবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, জেলায় করোনা শনাক্তের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর উপজেলায়। এজন্য টাঙ্গাইল পৌরসভা ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভায় প্রথম পর্যায়ে সাত দিনের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ২২ জুন থেকে শুরু হয়ে বিধিনিষেধ চলবে ২৮ জুন পর্যন্ত।

জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘২২ থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। সেখানে শুধু মাত্র কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। হোটেল ও মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া রিকশা, অটোরিকশা ও ইজিবাইকও চলাচল বন্ধ থাকবে। এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার বিভিন্ন উপজেলায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের।

/এএম/
সম্পর্কিত
নতুন বছরে কক্সবাজারে নেই আশানুরূপ পর্যটক
টানেল উদ্বোধন: চট্টগ্রামের যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
গ্যাস বিপণন বিধিমালা সংশোধন: যোগ হচ্ছে শাস্তির বিধান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা