X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবাহনীর বিপক্ষে সাকিববিহীন মোহামেডান হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ২২:৪৮আপডেট : ২০ জুন ২০২১, ২২:৪৮

দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী-মোহামেডান লড়াই মানেই বাড়তি উত্তেজনা আর রোমাঞ্চ। যদিও সুপার লিগের আজকের ম্যাচে তেমন কোনও রোমাঞ্চের দেখা মেলেনি। প্রথম পর্বে সাকিবের স্ট্যাম্প কাণ্ডের ম্যাচে আবাহনীকে হারালেও সুপার লিগে একতরফা ভাবে ম্যাচটি জিতে নিয়েছে আবাহনী। আবাহনীর দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফউদ্দিন-মোসাদ্দেকের বোলিং তোপে ১৩৩ রানেই থেমে যায় মোহামেডান। ফলে ৬০ রানের বড় ব্যবধান জয় পায় মুশফিকের আবাহনী।

সাকিব-তাসকিনকে হারিয়ে এমনিতেই শক্তি কিছুটা কমে গেছে মোহামেডানের। সেই সুযোগটা বেশ ভালোভাবেই নিয়েছে আবাহনী। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে তারা। ইনজুরি কাটিয়ে লিটন ফিরলেও ৪ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পরও দারুণ খেলছিলেন মুনিম-শান্ত। পরপর দুই ওভারে এই দুজনকে ফেরান আবু জায়েদ রাহী ও রুয়েল। রাহীর করা দলীয় অষ্টম ওভারে ১৭ বলে ২৭ রান করে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দেন শান্ত। দুর্দান্ত খেলতে থাকা মুনিমকে বোল্ড করে ফেরান রুয়েল। আউট হওয়ার ২৭ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৪৩ রানের ইনিংস খেলেন মুনিম।

তবে সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক মুশফিকই। তার ইনিংসের কল্যাণেই চলতি আসরের রেকর্ড দলীয় সংগ্রহ দাঁড় করায় আবাহনী। মুশফিক ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৭ রানের ইনিংসটি সাজিয়েছেন। তার ব্যাটেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ১৯৩।

মোহামেডানের বোলারদের মধ্যে রুয়েল মিয়া ও আসিফ হাসান তিনটি করে উইকেট নিয়েছেন।

১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফউদ্দিন-মোসাদ্দেকের বোলিং তোপে শুরুতেই বিধ্বস্ত মোহামেডান স্পোর্টিং লিমিটেড। স্কোর বোর্ডে কোনও রান উঠার আগেই দুই উইকেট হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। একের পর এক উইকেট পতনের পর অল্প রানেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে স্রোতের বিপরীতে পেসার আবু হায়দার রনির অপরাজিত ৫৩ রানে মোহামেডান শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে পারে। ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় রনি ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদুল হাসান।

মোসাদ্দেক হোসেন ১৪ রানে দুটি এবং সাইফউদ্দিন ৩৪ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও আরাফাত সানি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!