X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইরান নিয়ে ইসরায়েলের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ০৬:০৫আপডেট : ২১ জুন ২০২১, ০৬:০৫
image

পারমাণবিক চুক্তি নবায়নের আলোচনায় অগ্রগতি হওয়ায় ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রায়িম রায়িসির সমালোচনা করে ইসায়েলি প্রধানমন্ত্রী বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র চায়। তবে এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরানের সঙ্গে বিশ্বের ছয় পরাশক্তির পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত করা হলেও এই আলোচনায় বেশ কিছু অগ্রগতি এসেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি পুনরায় কার্যকর করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনাটি রবিবার স্থগিত করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশে ফিরে গিয়ে বিরোধপূর্ণ বিষয়গুলো অতিক্রমের জন্য পরামর্শ করবেন। বরারই এই চুক্তির বিরোধিতা করে আসছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত মন্ত্রিসভার বৈঠকে বলেন, বিশ্ব শক্তিগুলোর জেগে ওঠার এবং কাদের সঙ্গে তারা আলোচনা করছে তা বুঝে ওঠার এটাই শেষ সুযোগ। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক নৃশংস ফাঁসিমানবের শাসককে কোনওভাবেই ব্যাপক বিধ্বংসী অস্ত্র পেতে দেওয়া যাবে না।’

উল্লেখ্য, ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে। দুইটি দেশ সরাসরি কোনও সংঘাতে না জড়ালেও পাল্টাপাল্টি অবস্থান নিয়ে থাকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেন বরাবরই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির কথা বলে আসছেন। ২০১৮ সালে তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আক্রান্ত টিউমার আাখ্যা দিয়ে এই অঞ্চল থেকে তাকে সরিয়ে ফেলার আহ্বান জানান। অন্যদিকে ইসরায়েল ইরানকে বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে। তাদের দাবি তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার আহ্বানের নিন্দা জানালো তুরস্ক
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল