তামিম ইকবাল-তাসকিন আহমেদের পর ইনজুরির কারণে সুপার লিগ থেকে ছিটকে গেলেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বাঁ হাতের তর্জনিতে চোট পান মুশফিক। পরে তার আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়ে। যে কারণে সুপার লিগের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না মুশফিককে। আর এই চোট এমন সময় এলো যখন বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি চলছে।
আঙুলের চোটে অন্তত সাত দিন বিশ্রামে থাকতে হবে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। ফিল্ডারের থ্রো করা বল সরাসরি তার আঙুলে গিয়ে লাগে। আজ (মঙ্গলবার) মুশফিকের এক্সরে করা হলেও কিছু ধরা পড়েনি। পরে স্ক্যানে সূক্ষ্ম চিড়ের অস্তিত্ব পাওয়া যায়। এ ব্যাপারে আবাহনীর ফিজিও এনামুল হক জানিয়েছেন, ‘ফিল্ডারের থ্রো করা বল ধরতে গিয়ে তার আঙুলে আঘাত লাগে। বল সরাসরি আঙুলে লাগার কারণে তার আঙুলে সূক্ষ্ম চিড় হয়েছে। এক্সরেতে কিছুই ধরা পড়েনি, পরে স্ক্যানে ধরা পড়ে। তাকে আমরা পুরোপুরি সাত দিনের বিশ্রামে থাকতে বলেছি।’
তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে কোনও শঙ্কা নেই বলেই জানিয়েছেন এই ফিজিও, ‘সুপার লিগে তার খেলা হবে না। তবে জিম্বাবুয়ে সফর নিয়ে কোনও শঙ্কা নেই। জিম্বাবুয়ে সফরে সে যেতে পারবে, টেস্ট থেকেই খেলতে পারবে।’
আবাহনীর ফিজিও জিম্বাবুয়ে সফরে মুশফিকের শঙ্কা না থাকার কথা বললেও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘এখনই কিছু বলা সম্ভব নয়’ বলে জানালেন, ‘এক সপ্তাহ পর আমরা আবার ইনজুরিটা রিভিউ করবো। রিভিউ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। আজ (মঙ্গলবার) সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বাম হাতের তর্জনিতে একটা সূক্ষ্ম চিড়ের অস্তিত্ব দেখা গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আমরা রিভিউ করবো।’
ইনজুরির মিছিলে ঢাকা প্রিমিয়ার লিগ তারকাবিহীন হয়ে উঠছে। ব্যক্তিগত কারণে মোহামেডান ও বিসিবির কাছে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে গিয়েছেন সাকিব আল হাসান। মোহামেডান কেবল সাকিবকেই নয়, হারিয়েছে দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিনকেও। অন্যদিকে হাঁটুর চোটের কারণে খেলছেন না প্রাইম ব্যাংক ক্রিকেটের ওপেনার তামিম ইকবাল। এবার ছিটকে গেলেন আবাহনী অধিনায়ক মুশফিক।