X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ছাত্রাবাস প্রাঙ্গনে ডাম্পিং স্টেশনের পরিবর্তে আর্ট গ্যালারির দাবি

ঢাবি প্রতিনিধি
২২ জুন ২০২১, ২১:০৬আপডেট : ২২ জুন ২০২১, ২১:০৬

বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সেকেন্ডারি স্টেশন (এসটিএস) নির্মাণ করছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণেও নির্মাণ করা হচ্ছে একটি ডাম্পিং স্টেশন। এই এসটিএস নির্মাণ বাতিল করে সে জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ওই ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়রা।

মঙ্গলবার (২২ জুন) দুপুর দুইটায় নিউমার্কেট বটতলার পাশে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফি বলেন, আমরা এসটিএস নির্মাণের বিপক্ষে নই। কিন্তু চারুকলার শিক্ষার্থীদের ছাত্রাবাসের সামনে ময়লার ভাগার মাননসই নয়। আমাদের শিল্পচর্চায় ব্যাঘাত ঘটবে। আমরা চাই, এসটিএসের স্থানে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপন করা হোক। এতে নিউমার্কেট এলাকায় আসা সাধারণ মানুষ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি জানতে পারবেন।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদুল্লাহ সাকিব বলেন, শাহনেওয়াজ ছাত্রাবাসে মূলত চারুকলার শিক্ষার্থীরা থাকেন। শিল্পচর্চার জন্য ভালো পরিবেশ দরকার। নিরিবিলি ও দুর্গন্ধমুক্ত পরিবেশ দরকার। কিন্তু ছাত্রবাসের সামনে ময়লা রাখার ডাম্পিং স্টেশন নির্মিত হলে শিল্প চর্চায় ব্যাঘাত ঘটবে। এমনিতেই এই এলাকায় যানজটে স্থবির থাকে। নিউমার্কেট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানকেন্দ্রীক বিভিন্ন শত শত ভ্যান, ট্রাক, মিনিট্রাক চলাচল করে। সেখানে নতুন করে যুক্ত হবে ময়লার গাড়ি। অত্র এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এসটিএস নির্মাণাধীন স্থানে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপনের দাবি জানিয়ে সাকিব আরও বলেন, বাচ্চারা যখন নিউমার্কেটে প্রবেশ করবে তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে ধারণা পাবে। জঙ্গিবাদ প্রতিরোধেও এই আর্ট গ্যালারি ভূমিকা রাখবে।

/ইউএস/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ