X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নাসির-অমির রিমান্ড শুনানিতে যা বললেন আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৯:৫০আপডেট : ২৪ জুন ২০২১, ০০:০৩

অভিনেত্রী পরীমণির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির আরও পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদনে বলেন, আসামি অমি পরিকল্পিতভাবে বাদী পরীমণিকে বোট ক্লাবে নিয়ে যান। জোরপূর্বক তাকে মদ্যপান করিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাদীকে জোর করার কারণে বাদী মুখে এবং ঠোঁটে আঘাত পায়। আমরা চাচ্ছি আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মামলার অজ্ঞাত আসামিদের গ্রেফতার করতে।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও বলেন, আসামিরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য বাদী পরীমণিকে মদ্যপান করিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তাই আমরা রাষ্ট্রপক্ষ এই দুই আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করছি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করে বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় বাদীর ডিএনএ টেস্ট করা দরকার। বাদী যেহেতু বলেছেন তিনি আঘাত পেয়েছেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে বাদীর ফরেনসিক টেস্ট করা দরকার। ওই টেস্টেই জানা যাবে বাদীকে আঘাত করা হয়েছে কিনা বা শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা। রাষ্ট্রপক্ষ বা তদন্ত কর্মকর্তার কাছে এমন কোন প্রমাণ নেই এমন কোনও রিপোর্ট নেই যে বাদী আঘাত পেয়েছেন।

মিথ্যা মামলা দিয়ে অহেতুক এই দুজনকে আটক করা হয়েছে দাবি করে আইনজীবীরা বলেন, আমরা চাই বাদীর ডিএনএ এবং ফরেনসিক টেস্ট করা হোক।

পরীমণি রাতে কেন বোট ক্লাবে গেলেন, তার বাসাতেই ‘মদের পাহাড়’ থাকার পরও তিনি জোর করে মদ খাওয়ানের অভিযোগ কেন তুললেন, রিমান্ড আবেদনের শুনানিতে এসব প্রশ্নও তোলেন আসামিপক্ষের আইনজীবীরা। কেবল সেলিব্রেটি বলে বাদী বাড়তি সুবিধা কেন পাবেন বা বাবার বয়সী আসামি নাসির আদৌ এমন কাজ করতে পারেন কিনা সে প্রশ্নও উঠেছে শুনানিতে।

শুনানিতে রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন বলেন, পরীমণি ‘সেলিব্রেটি’ বলে বাড়তি সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ‘সেলেব্রেটি বলে শুধু উহ-আহ করবেন! মিডিয়া ট্রায়াল হবে? এটাও ঠিক নয়।’

আসামিপক্ষের আরেক আইনজীবী এ এইচ ইমরুল কাউছার তিনটি সংবাদপত্রের প্রতিবেদন আদালতে পড়ে শুনিয়ে বলেন, ‘পরীমণি কে? পরীমণির ঘরেই মদের পাহাড় রয়েছে। তিনি স্বেচ্ছায় ওইখানে মদপান করেছেন।’ 

নাসিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে আইনজীবী কাউছার বলেন, পিতার বয়সী একজন এ কাজ করবে, এটা বিশ্বাসযোগ্য নয়।

এরপর আদালতের বিচারক নাসির উদ্দিনকে কিছু বলার আছে কিনা জিজ্ঞেস করেন, উত্তরে নাসির উদ্দিন বলেন, আমার বর্তমান বয়স ৬৫ বছর। আমি গত সাতদিন রিমান্ডে ছিলাম। আজকে যদি আমাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে হয়তো আমি বেঁচে আর ফিরবো না।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিমানবন্দর থানায় দায়ের করা মাদক মামলায় গত মঙ্গলবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

১৪ জুন নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। ওইদিন দুপুরে পরীমণি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!