X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বর্ষার শুরুতে জমেছে মধ্যনগর নৌকার হাট

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২৬ জুন ২০২১, ২১:৪৪আপডেট : ২৬ জুন ২০২১, ২১:৪৪

বর্ষার শুরুতে জমে উঠেছে সুনামগঞ্জের মধ্যনগরের নৌকার হাট। প্রতি শনিবার মধ্যনগর বাজারের পশ্চিম প্রান্তে কাচারি রোড এলাকার বোয়ালিয়ার হাওরে এই ভাসমান নৌকার হাট বসে।

ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে শনিবারের নৌকার হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রেতারা নৌকা নিয়ে আসেন। এর মধ্যে আছে কুশি, সরঙ্গা, চাসতলী, চডানাউ, বারকি, সরুই বালিটানাসহ নানা ধরনের নৌকা।

স্থানীয় সূত্র জানায়, শনিবারের হাটে ছোট বড় মাঝারি আকারের নৌকা বিক্রি হয়। দুর্গম হাওর এলাকার উত্তর নোয়াগাঁও, কাউয়ানি, মাকড়দি, চামরদানী, গলহা, শিবরামপুর, আলীপুর, মোহাম্মদ আলীপুর, রউয়া আলমপুরসহ বিভিন্ন গ্রাম থেকে নৌকার বিক্রেতারা এই হাটে নৌকা বিক্রির জন্য নিয়ে আসেন। হাওর এলাকায় বর্ষাকালে নৌকা ছাড়া চলাচলের বিকল্প বাহন নেই। বছরের ৬ থেকে ৮ মাস চলাচলের একমাত্র বাহন নৌকা। নৌকা দিয়ে মাছ ধরা, গরুর খাবার সংগ্রহ করাসহ অনেক কাজে ব্যবহার করতে হয়। বাধ্য হয়ে সবাই নৌকা কেনেন।

জেলার দুর্গম জনপদ মধ্যনগর, চামরদানী বংশীকুন্ডা উত্তর বংশীকুন্ডা দক্ষিণ, পাইকুরাটিসহ ছয় ইউনিয়নের শত শত নৌকার ক্রেতারা শনিবারের হাটে নৌকা কেনেন। একই দিন সুনামগঞ্জ শহরের ধোপাখালী এলাকায় নৌকার হাট বসে। ধোপাখালী হাটে প্রতি শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। এখানে হাটবারে অর্ধশতাধিক নৌকা কেনাবেচা হয়।

কাউয়ানি গ্রামের আনফর মিয়া বলেন, নৌকার হাটটি জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে হাওর এলাকায় নৌকার চাহিদা বেড়ে যায়।

মাকড়দি গ্রামের শ্যামসুন্দর দাস জানান, তিনি নৌকার মিস্ত্রি। তার বাপ-দাদা নৌকা তৈরির পেশার সঙ্গে জড়িত। এই হাটে তার বাপ-দাদা নৌকা বিক্রি করেছেন। এখন তিনিও বিক্রি করেন।

এটি শত বছরের পুরোনো নৌকার হাট

গলহা গ্রামের রফিকুল ইসলাম বলেন, মধ্যনগরের নৌকার হাটে ধর্মপাশা ও নেত্রকোনার কলমাকান্দা ও ঠাকরোকোনা উপজেলা থেকে লোকজন আসেন নৌকা কিনতে।

হামিদপুর গ্রামের স্বপন মিয়া বলেন, বর্ষাকালে হাওরে মাছ ধরা ছাড়া জীবিকা নির্বাহের বিকল্প উৎস নেই। এ সময় হাওর এলাকার জেলেরা ছোট ছোট নৌকা দিয়ে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাই ছোট নৌকার চাহিদা বেশি।

গলইখালী গ্রামের সুন্দন সরকার বলেন, এ সময়ে টেম্পু নৌকার চাহিদা বেশি থাকে। গ্রামের অবস্থা সম্পন্ন পরিবারের লোকজন নিজেদের যাতায়াতের জন্য টেম্পু নৌকা কেনেন।

মধ্যনগর নৌকার হাটের ইজারাদার ইশতিয়াক চৌধুরী বলেন, বাজারের নৌকার হাটটি শতবর্ষের প্রাচীন হাট। প্রতি শনিবারে হাটে শত শত নৌকা কেনাবেচা হয়।

মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মধ্যনগর বাজার ধানের আড়ত ও নৌকার হাটের জন্য বিখ্যাত। জেলার কোথাও এত বড় ধানের আড়ত কিংবা নৌকার হাট বসে না। এটি শত বছরের পুরোনো নৌকার হাট।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে