ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে অভিনন্দন জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার বেনেতকে ফোন করে অভিনন্দন জানান তিনি। এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে একটি বৈঠক আয়োজনের ব্যাপারেও একমত হন তারা।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, নাফতালি বেনেতকে অভিনন্দন জানাতেই ফোন করেছেন মিসরের প্রেসিডেন্ট। এ সময় নানা ইস্যুতে বিশদ আলোচনা হয় দুই নেতার।
ফোনালাপে গাজায় ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনের পর যে যুদ্ধবিরতি হয়েছে সেটি নিয়েও কথা বলেন নাফতালি বেনেত ও জেনারেল সিসি। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখার জন্য জেনারেল সিসিকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
পরে টুইটারে দেওয়া এক পোস্টে নাফতালি বেনেত বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখবো।’