X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সূর্যের দেখা, আগামী তিন দিন বৃষ্টি কম হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৪:৪০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:৪০

অবশেষে সূর্যের দেখা পেলো রাজধানীবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ আকাশ কিছুটা পরিষ্কার। গত মধ্যরাতের বৃষ্টি এবং আজ সকালে আকাশ মেঘলা থাকলেও দুপুরে ঝলমলে সূর্য উঠেছে আকাশে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ীও ঢাকাসহ সারাদেশেই কমে এসেছে বৃষ্টির পরিমাণ। দেশের অনেক এলাকায় রোদও উঠেছে। তবে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে। আগামী ৪ ও ৫ জুলাই বৃষ্টির পরিমাণ কম থাকবে, তাই ভারী বৃষ্টির সতর্কতা আজ আর নেই। তবে নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজকের আবহাওয়া ভালো। অনেক এলাকায় সূর্য উঠেছে। তবে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে। আজ, কাল ও পরশু আবহাওয়া এমনই থাকতে পারে।’ এরপর আবার বৃষ্টি বাড়তে পারে বলে তিনি জানান। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৯৫ মিলিমিটার, যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় অনেক কম। গতকাল কুমিল্লায় ছিল সর্বোচ্চ ২০৪  মিলিমিটার বৃষ্টি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল বৃষ্টি ছিল ২১ মিলিমিটার, আজ ৬৪ মিলিমিটার। ময়মনসিংহে আজ ৩, গতকাল ছিল ২, চট্টগ্রামে আজ ১৬, গতকাল ছিল ১৮২, সিলেটে আজ ৭, গতকাল ছিল ১৩৪, রাজশাহীতে ৩, গতকাল ছিল ৯২, রংপুরে আবার কিছুটা বেড়ে আজ ১৭, গতকাল ছিল ৫, খুলনায় আজ ৭, গতকাল ছিল ৯৬ এবং বরিশালে আজ ৩, গতকাল ছিল ৭৬ মিলিমিটার বৃষ্টি।

এদিকে নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর,  কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।  

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী