X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

অবশেষে সূর্যের দেখা, আগামী তিন দিন বৃষ্টি কম হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৪:৪০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:৪০

অবশেষে সূর্যের দেখা পেলো রাজধানীবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ আকাশ কিছুটা পরিষ্কার। গত মধ্যরাতের বৃষ্টি এবং আজ সকালে আকাশ মেঘলা থাকলেও দুপুরে ঝলমলে সূর্য উঠেছে আকাশে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ীও ঢাকাসহ সারাদেশেই কমে এসেছে বৃষ্টির পরিমাণ। দেশের অনেক এলাকায় রোদও উঠেছে। তবে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে। আগামী ৪ ও ৫ জুলাই বৃষ্টির পরিমাণ কম থাকবে, তাই ভারী বৃষ্টির সতর্কতা আজ আর নেই। তবে নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজকের আবহাওয়া ভালো। অনেক এলাকায় সূর্য উঠেছে। তবে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে। আজ, কাল ও পরশু আবহাওয়া এমনই থাকতে পারে।’ এরপর আবার বৃষ্টি বাড়তে পারে বলে তিনি জানান। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৯৫ মিলিমিটার, যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় অনেক কম। গতকাল কুমিল্লায় ছিল সর্বোচ্চ ২০৪  মিলিমিটার বৃষ্টি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল বৃষ্টি ছিল ২১ মিলিমিটার, আজ ৬৪ মিলিমিটার। ময়মনসিংহে আজ ৩, গতকাল ছিল ২, চট্টগ্রামে আজ ১৬, গতকাল ছিল ১৮২, সিলেটে আজ ৭, গতকাল ছিল ১৩৪, রাজশাহীতে ৩, গতকাল ছিল ৯২, রংপুরে আবার কিছুটা বেড়ে আজ ১৭, গতকাল ছিল ৫, খুলনায় আজ ৭, গতকাল ছিল ৯৬ এবং বরিশালে আজ ৩, গতকাল ছিল ৭৬ মিলিমিটার বৃষ্টি।

এদিকে নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর,  কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।  

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল