X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৮:৪৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৮:৪৭

মানিকগঞ্জের হরিরামপুরে নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জুলাই) সকালে হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই গ্রামের কৃষক মোহাম্মদ ইসলাম সর্দারের স্ত্রী। 

হত্যার অভিযোগে প্রতিবেশী রফিক উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের শফি উদ্দিনের ছেলে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী ইসলাম সর্দার জানান, ‘আজ সকাল সাড়ে ৭টার দিকে নাজমা ও আমি ক্ষেতে মরিচ তুলতে যাচ্ছিলাম। ক্ষেতে পানি জমে থাকায় নাজমা বলে, তুমি নৌকা দিয়ে ওই পথে যাও, আমি পায়ে হেঁটে এদিক দিয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ আমার ভাই মোশারফ হোসেন ও প্রতিবেশী শামীম চিৎকার করে বলতে থাকেন, নাজমাকে বাঁশ দিয়ে পেটাচ্ছে রফিক। লোকজন এগিয়ে আসলে রফিক পালিয়ে যায়।’

তিনি আরও জানান, পানির মধ্যে পড়ে ছিলেন নাজমা। এরপর বড় ছেলেসহ কয়েকজনের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন ইসলাম সর্দার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে বেলা ১১টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর নাজমাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসি মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর থানার থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন পার্শ্ববর্তী শিবালয় থানার শিমুলিয়া ইউনিয়নের ফেচুয়াধারা থেকে দুপুর সোয়া ২টার দিকে রফিককে আটক করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!