X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ডেল্টা ভ্যারিয়েন্ট: কোভিশিল্ড নেওয়া ১৬ শতাংশের নমুনায় নেই অ্যান্টিবডি, গবেষণায় দাবি

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২১, ১৯:১৮আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:১৮

করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ডের দুই ডোজ নেওয়া মানুষের মধ্যে ১৬ দশমিক ১ শতাংশের নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিউট্রালাইজিং অ্যান্টিবডি শনাক্ত হয়নি। এক ডোজ টিকা নেওয়া মানুষের মধ্যে ৫৮ দশমিক ১ শতাংশের নমুনায় এই অ্যান্টিবডির অস্থিত্ব শনাক্ত হয়নি। পিয়ার রিভিউয়ের অপেক্ষায় থাকা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

ভেলোরভিত্তিক ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ড. টি জ্যাকব জন গবেষণাটির বিষয়ে বলেন, শনাক্ত না হওয়া আর উপস্থিতি নেই এক কথা নয়। হয়ত নিউট্রালাইজিং অ্যান্টিবডির মাত্রা কম থাকায় হয়ত তা শনাক্ত হয়নি। কিন্তু এরপরও তা সংক্রমণ ও ভয়াবহ রোগ থেকে মানুষকে সুরক্ষা দেবে।

তিনি আরও বলেন, বয়স্ক, কমোরবিড ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় থাকা মানুষের ইমিউন প্রতিক্রিয়া কম থাকে। এর অর্থ হলো, ৬৫ বছরের বেশি বয়স্ক পুরুষ (নারীদের দেহে বেশি মাত্রায় অ্যান্টিবডি উৎপন্ন হয়) যাদের ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি হৃদপিণ্ড ও কিডনির রোগ রয়েছে কিংবা ক্যান্সারের চিকিৎসা করছেন তাদের হয়ত তৃতীয় ডোজ টিকা দেওয়া লাগতে পারে।

জ্যাকব জন আরও বলেন, এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে ভারতে কিছু মানুষের জন্য কোভিশিল্ডের বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ, তাদের জন্য এক ডোজেই সুরক্ষা পাওয়া যেতে পারে।

আইসিএমআর-এর গবেষণায় উঠে এসেছে, ভারতে প্রথম ডেউয়ে ছড়ানো করোনার ধরনের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি করছে কোভিশিল্ড। এক ডোজের ক্ষেত্রে তা ৭৮ শতাংশ কম, দুই ডোজের ক্ষেত্রে ৬৯ শতাংশ কম, আক্রান্তের পর এক ডোজ নেওয়া মানুষের ক্ষেত্রে ৬৬ শতাংশ এবং আক্রান্ত ও দুই ডোজ নেওয়ার ক্ষেত্রে ৩৮ শতাংশ কম।

 

/এএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে