X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কারখানার বিস্ফোরণে কেঁপে উঠলো সুবর্ণভূমি বিমানবন্দর

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:১০আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:১০

থাইল্যান্ডের ব্যাংককের উপকণ্ঠে একটি কারখানায় বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানীর সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। সোমবার সকালের এই বিস্ফোরণে একজন নিহত ও ২৭জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছ।

খবরে বলা হয়েছে, ফোম ও প্লাস্টিক প্যালেট কারখানায় অগ্নিকাণ্ড শুরু হয় সোমবার ভোর ৩টার দিকে। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের অল্প কিছু দূরে এই কারখানা অবিস্থত।

ব্যাংককের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক বিস্ফোরণে সুবর্ণভূমি বিমানবন্দরের টার্মিনাল কেঁপে যায়। এতে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক বার্তা বেজে ওঠে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। 

ব্যাং প্লাই জেলার প্রধান বলেন, আহত হয়েছেন ২৭ জন। বেশিরভাগের শরীর কেটে গেছে। মৃত ব্যক্তি ছিলেন দমকলকর্মী। 

তিনি জানান, দুটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বয়স্কদের ৯ কিলোমিটার দূরে একটি স্কুলে রাখা হয়েছে।

বিস্ফোরণস্থলের ৫০০ কিলোমিটার এলাকায় মানুষকে প্রবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আমপুন বুয়ারুনপর্ন বলেন, আমরা জানি না বিস্ফোরিত হওয়ার মতো কিছু রয়েছে কিনা। আশঙ্কা করা হচ্ছে কয়েক হাজার লিটার রাসায়নিক পদার্থ আবারও বিস্ফোরণ ঘটাতে পারে।  

একজন স্বেচ্ছাসেবক জানান, কারখানার ভেতরে জীবিত কাউকে খুঁজে বরার উদ্যোগ মন্থর গতিতে আগাচ্ছে। তিনি বলেন, আমরা আহতদের খুঁজছি। কিন্তু আগুনের শিখা অনেক উঁচুতে। ফলে সময় লাগছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারখানাটির তাইওয়ানভিত্তিক কোম্পানির কোনও বক্তব্য জানা যায়নি।

 

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী