X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৯:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:৩৯

এবারের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১১ তারিখের এই ফাইনালকে ঘিরে দুই ভাগে বাংলাদেশে বিভক্ত হয়ে পড়েছেন দেশ দুটির সমর্থকরা। কে জিতবে এই নিয়ে চলছে তর্ক-বিতর্ক, ছড়াচ্ছে উত্তেজনা। 

এ তর্ক সংঘর্ষেও রূপ নিয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে হওয়া সংঘর্ষে তিনজন আহতও হয়েছেন। এদিকে, নওগাঁ জেলার নিয়ামতপুরে এক ব্রাজিল সমর্থক আর কখনও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক করবেন না বলে ২০ টাকার স্ট্যাম্পে সই করে অঙ্গীকার করেছেন।

ওই ব্রাজিল সমর্থক হলেন- নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ততদিন আর্জেন্টিনা দলের কোনও সমর্থকের সঙ্গে তর্কে জড়াবো না। কারণ ওরা কোনও যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না।’

তিনি আরও লেখেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও সেভেন আপ, সেভেন আপ বলে চিল্লাফাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকরাও হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের বলে দাবি করে। এর চেয়ে বরং অন্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে-শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে নামবেন?’

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আবদুল্লাহ আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

তিনি বলেন, ‘আমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা; যাতে করে আর কখনও তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়।’

/এফআর/
সম্পর্কিত
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎনির্বাচনের তারিখ ঘোষণার জন্য ধৈর্য ধরতে হবে: আমির খসরু
সহজ ঋণ দিয়ে অস্ত্র বিক্রির উদ্যোগ ভারতের
ট্রাম্পের শুল্ক আরোপবাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সম্মত মেক্সিকো ও ব্রাজিল
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি