X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

বাদ যাওয়াদের টিকার আওতায় আনতে নতুন সার্কুলার দেবে ঢাবি

আবিদ হাসান
০৯ জুলাই ২০২১, ১৬:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৭:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় ভ্যাকসিন পেতে আবেদন করতে পারেনি, দু’একদিনের মধ্যে তাদের জন্য নতুন সার্কুলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল।

শুক্রবার (৯ জুলাই) বাংলা ট্রিবিউনের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল এ কথা বলেন।

মাকসুদ কামাল বলেন, ‘শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা নির্বাচন কমিশনকে বলেছি। আর যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে আবেদন করতে পারেনি, তাদের জন্য আগামী দু’একদিনের মধ্যে আরেকটি সার্কুলার দেওয়া হবে। সেখানে শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগের মাধ্যমে আবেদন করবে। তাদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা ভ্যাকসিন নিতে পারবে।’

করোনার শুরুতে যাদের স্নাতকোত্তর সম্পন্ন হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের স্নাতকোত্তর সম্পন্ন হয়ে গেছে তারা তো এখন আর আমাদের ছাত্র না। আমাদের শিক্ষার্থীদের বাইরে কেউ বিশ্ববিদ্যালয়ের টিকার আওতায় আসবে না। যাদের একাডেমিক কার্যক্রম আমাদের সঙ্গে আছে তারা টিকা পাবে। বিভাগ থেকে যে তালিকা দেবে তার ভিত্তিতে টিকা পাবে।’

এদিকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্রের জন্য https://services.nidw.gov.bd/new_voter ওয়েব লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে। পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

এতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির পর নিয়মিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে ভ্যাকসিনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে তাদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে মাকসুদ কামাল বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ছাড়া যেহেতু ভ্যাকসিন নেওয়া সম্ভব না, তাই আমরা নির্বাচন কমিশনকে আমাদের শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন করেছিলাম। তারা আমাদেরকে শিক্ষার্থীদের তালিকা দেওয়ার জন্য বলেছিলো। আর সেজন্য ৩১ জুন থেকে ৬ জুলাই শিক্ষার্থীদেরকে আবেদন করতে বলা হয়েছিলো। কিন্তু নির্বাচন কমিশন এখন আবার বললো, ঢাবি শিক্ষার্থীরা যেকোন জায়গা থেকে নির্দিষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে। আর এই বিজ্ঞপ্তিতে সে কথাই বলা হয়েছে।’

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালুরঘাট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কালুরঘাট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
আ.লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার 
আ.লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার 
ডা. জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গ্রহণ
ডা. জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গ্রহণ
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর