X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত অভিনেত্রী, বন্ধ হতে পারে কান?

বিনোদন ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৩:২৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:০৪

করোনার ভয়াল থাবা কাটিয়ে দু’বছর পর আবারও মেতে উঠেছে ফরাসি নগরী কান। কারণ কান চলচ্চিত্র উৎসব। এবারের ৭৪তম আসর উদ্বোধন হয়েছে গত ৬ জুলাই, চলবে ১৭ জুলাই পর্যন্ত। যাতে প্রথমবারের মতো অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়েছে বাংলাদেশও।

তবে এরমধ্যেই শুরু হয়েছে কানাঘুষা। কারণটা উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করা ২৪টি সিনেমার তিনটিতে অভিনয় করা ফরাসি অভিনেত্রী লেয়া সিদু! করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
 
তাই গুজব উঠেছে বন্ধ হয়ে যেতে পারে উৎসব। যদিও সিদু এখন কান শহরেই নেই! আপাতত প্যারিসে কোয়ারেন্টিনে আছেন।

জানা গেছে, কোভিড-১৯-এর টিকাও নিয়েছেন লেয়া সিদু। এরপরও আক্রান্ত হলেন মহামারিতে। এমনকি তার শরীরে নেই কোনও উপসর্গও। 

তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। গণমাধ্যমকে বলেন, ‘গতকাল ৯ জুলাই ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি গুজব ও ভিত্তিহীন।’

‘জেমস বন্ড’ তারকা সিদু ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন।

সূত্র: দ্য ন্যাশনাল

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার