X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে টহলদারি বাড়াতে বিজিএমইএ’র আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ২২:১৬আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। 

রবিবার (১১ জুলাই) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই আহ্বান জানান। বিজিএমইএ অফিসে আয়োজিত সভায় বাংলাদেশ বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিমও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সৈয়দ মো. বকতিয়ার এবং সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান। 

কীভাবে পোশাক শিল্পের রফতানি ও আমদানির মাল চুরি ডাকাতি প্রতিরোধ করা যায় এবং কীভাবে মহাসড়কে পণ্য পরিবহনে সেবার মান বৃদ্ধি করা যায়- সে বিষয়কে কেন্দ্র করে বৈঠকের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়শই পোশাক খাতের রফতানি ও আমদানির মাল চুরি/ডাকাতির ঘটনা ঘটে থাকে। এতে করে একদিকে যেমন সংশ্লিষ্ট কারখানা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে তেমনি ক্রেতার কাছেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যার আর্থিক মূল্য নিরূপণ করা অসম্ভব। 

তিনি মহাসড়কে চুরি ও ডাকাতি প্রতিরোধে সকল ট্রাক ও কাভার্ডভ্যানে ট্রাকিং ডিভাইস, জিপিএস স্থাপনের জন্য বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতিকে অনুরোধ জানান।

ট্রাক ও কাভার্ডভ্যানবাহী পণ্যের কার্টুন যেন বৃষ্টিতে ভিজে না যায়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি অনুরোধ জানান।

আলোচনায় বিজিএমইএ এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি উভয়পক্ষ একমত হন যে মহাসড়কে চুরি ও ডাকাতি প্রতিরোধে প্রত্যেক কারখানা কর্তৃক স্ব স্ব পণ্য ট্রাক ও কাভার্ডভ্যানে তুলে দেওয়ার আগে ঐ গাড়ির চালক ও চালকের সহকারী (হেল্পার), গাড়ির নাম্বার ও গাড়ি চলাচলের জরুরি ডকুমেন্টগুলোর ছবি তুলে রাখা বাঞ্ছনীয়। উভয়পক্ষই একমত হন যে মহাসড়কে চুরি ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 

তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের রফতানি এবং আমদানির মাল চুরি ও ডাকাতি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাব সদস্যদের টহলদারি ও তদারকি আরও বাড়াতে হবে। তারা একমত হন যে, ঢাকার মিরপুর বেড়িবাঁধে ধউর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।

আলোচনায় উঠে আসে যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন লাঙ্গলবন্দ ব্রিজের ঢাকামুখী লেনের টিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ উক্ত পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১২ জুলাই রাত ৮টা থেকে ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত উক্ত ব্রিজের উভয় লেন বন্ধ থাকবে। বিজিএমইএ এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, উভয়পক্ষ সড়ক ও জনপথ বিভাগকে এই মেরামত কাজ ঈদের ছুটিতে সম্পাদনের অনুরোধ জানিয়েছেন। কারণ, মেরামতকালে সকল গণপরিবহনকে ১০০ কিলোমিটার বিকল্পপথে ঘুরে যেতে হবে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে ও জনদুর্ভোগ বাড়বে।

 

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা