X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় প্রথম শিরোপা, ম্যারাডোনাকে ভোলেন কী করে মেসি

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২১, ২০:৫১আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৫১

স্বপ্ন দেখতেন একদিন ঠিকই শিরোপা উৎসব করবে আর্জেন্টিনা। আর সেই উপলক্ষ আসবে লিওনেল মেসির হাত ধরে। ঠিকই এলো, কিন্তু উৎসবে থাকা হলো না তার। পৃথিবীর মায়া কাটিয়ে অন্যপারে পাড়ি জমিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। যে মানুষটি ফুটবল দিয়ে আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটিয়েছিলেন, ২৮ বছর পর সাফল্য ফেরা দিনটিতে তাকে কী ভুলে যান মেসি! কোপা আমেরিকা শিরোপা উৎসর্গের তালিকায় পৃথিবী ছেড়ে যাওয়া এই কিংবদন্তিকেও রেখেছেন তিনি।

রবিবার ভোরে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জেতার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছিলেন, ‘আজ ম্যারাডোনা বেঁচে থাকলে, ওর মতো কেউ খুশি হতো না’। সত্যি তাই। মাঠে কিংবা মাঠের বাইরে তার যে ফুটবল উন্মাদনা, যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কিন্তু লম্বা সময় পর তার দেশ আর্জেন্টিনায় ফুটবল উৎসব হলেও তিনি নেই। গত বছরের নভেম্বরে মারা গেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।

তবে তাকে ঠিকই স্মরণ করেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা উৎসর্গ করার সময় ম্যারাডোনার নামটা বলতে ভুল হয়নি তার। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি এই সাফল্য উৎসর্গ করতে চাই আমার পরিবার, যারা সবসময় আমাকে সামনে এগিয়ে চলার সাহস জুগিয়েছে; আমার বন্ধু, যাদের আমি ভীষণ ভালোবাসি; সেই সব মানুষকে, যাদের আমাদের ওপর বিশ্বাস ছিল, এবং সর্বোপরি ৪৫ মিলিয়ন আর্জেন্টাইনকে, যারা প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে সংগ্রাম করছে।’

এরপরই যোগ করেছেন ম্যারাডোনার নাম, ‘এটা সবার জন্য, এবং অবশ্যই ডিয়েগোর জন্যও, উনি যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।’

দীর্ঘদিন পর দেশে শিরোপা ফিরলেও করোনার ভয়াবহতা যেন কেউ ‍ভুলে না যায়, মেসি সেটিও মনে করিয়ে দিয়েছেন পোস্টের পরের অংশে, ‘উৎসব চলবে, তবে আমরা যেন আমাদের ব্যাপারে সতর্ক থাকি। আমরা যেন ভুলে না যাই, স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!