X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আড়াই বছর কারাভোগ, দেশে ফিরেছেন ভারতীয় ৩ নাগরিক

হিলি প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৭:৫৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭:৫৬

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আড়াই বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশের ফিরেছেন ভারতীয় তিন নাগরিক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি সেকেন্দার আলী ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়ের নিকট তাদের হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের বালুরঘাট জেলার হিলি থানার ধরন্দা গ্রামের বিনোদ দেবনাথের ছেলে মানিক দেবনাথ (৪০),উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগঞ্জ গ্রামের নাছির উদ্দিনের ছেলে কাজু মোহাম্মদ (৪০), একই এলাকার বদরুল মোহাম্মদের ছেলে আকেল মোহাম্মদ (১৭), সে বাক প্রতিবন্ধী।

মানিক দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, আমি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমাদের এলাকা ঘুরছিলাম। এসময় মানসিক ভারসাম্য হারিয়ে ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ি। বিজিবি সদস্যরা আমাকে আটক করে পুলিশ ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। দুই বছর চার মাস পাঁচ দিন আটক ছিলাম, আজকে মুক্তি পেয়েছি।

ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে আমরা বাংলাদেশ থেকে তিন জন মুক্তিপ্রাপ্ত বন্দি যারা ভারতীয় নাগরিক তাদেরকে গ্রহণ করেছি। তারা অবৈধপথে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক হয়ে বিভিন্ন জেলে বন্দি ছিলেন। আমরা সব প্রক্রিয়া শেষে ওই তিন জনকে অভিভাবকদের হাতে তুলে দেবো।       

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, তিন জন ভারতীয় নাগরিক তাদের মধ্যে একজন দিনাজপুর জেলখানায়, একজন পঞ্চগড় জেলখানায় ও অপর এক কিশোর যশোর কিশোর সংশোধনাগারে বন্দি ছিলেন। দুই দেশের মধ্যে দীর্ঘ পত্রালাপের মাধ্যমে আদালত থেকে তাদের মুক্তির আদেশ দেওয়ায় আজ তারা দেশে ফিরে যাচ্ছে।

 

/টিটি/
সম্পর্কিত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!