X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লকডাউন অসাংবিধানিক: স্পেনের শীর্ষ আদালত

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ০৪:২২আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৪:২২
image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছর জারি করা কঠোর লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত। এই আদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করে জরিমানার শিকার হওয়ার মানুষেরা তাদের পরিশোধকৃত অর্থ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। তবে আদালতের রায়ে বলা হয়েছে, লকডাউনের কারণে অর্থ হারানোয় সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকে অনুমোদন দেওয়া হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করতে ২০২০ সালের ১৪ মার্চ জরুরি অবস্থা ঘোষণা করে স্পেন সরকার। ওই সময়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছিলো আর হাসপাতালগুলো দ্রুত রোগীতে পূর্ণ হয়ে উঠছিলো। তখন থেকে স্পেনের প্রায় ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্পেনে তিন ধরনের জরুরি অবস্থা রয়েছে: স্টেট অব ইমার্জেন্সি, স্টেট অব এক্সসেপশন আর সর্বোচ্চ পর্যায় স্টেট অব সিজ। জরুরি অবস্থার নিয়ম অনুযায়ী দেশের সব মানুষকেই ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় আর কেবল জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি মেলে। জরুরি বাণিজ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ থাকে।

২০২০ সালের জুন পর্যন্ত ওই আইন কার্যকর থাকে। যদিও ওই বছরের পরের দিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলে কয়েকটি নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। তবে স্পেনের সাংবিধানিক আদালতের রায়ে বলা হয়েছে, স্টেট অব ইমার্জেন্সির মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করাকে যথেষ্ট পরিমাণ সমর্থন করে না সংবিধান। এর কারণ হলো এসব নিয়ম মানুষের মৌলিক অধিকার দমনের সমান।

আদালত বলেছে, বছরের পরের দিকে যেভাবে মানুষের স্বাধীনতা সীমিত করা হয়েছে তা বৈধ। আদালত আরও বলেছে, সরকারের উচিত ছিলো স্টেট অব ইমার্জেন্সির বদলে স্টেট অব এক্সসেপশন ঘোষণা করা।

ডানপন্থী রাজনৈতিক দল ভক্স এর দায়ের করা এক মামলার জেরে এসব আদেশ দিয়েছে স্পেনের আদালত।

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ