X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

লোভ করতে গিয়ে সাজঘরে মোসাদ্দেক!

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২১, ১৯:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৩৩

২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা সাবধানেই করেছিল বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়ে গেছে সফরকারীরা। হারিয়েছে ৪ উইকেট। ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান! ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩২) ও মাহমুদউল্লাহ (২০)।

শুরুটা সাবধনে করলেও চাতারার ষষ্ঠ ওভারে অল্পের জন্য বেঁচে যান তামিম ইকবাল। অফ স্টাম্পের বাইরের বল পুশ করতে গিয়ে এজ হয়েছিলেন। কিন্তু প্রথম স্লিপে দাঁড়ানো ব্রেন্ডন টেলরের হাতে পড়ার আগেই বলটি ড্রপ খেয়ে যায়!

দশম ওভারে বেশি আগ্রাসী হতে গিয়েই বিপদ ডেকে আনেন তামিম। লুক জঙউইর প্রথম বলটি চার মেরেছিলেন পয়েন্ট-কভার পয়েন্ট দিয়ে। তৃতীয় বলেও একই জায়গা দিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু বেশি ওপরে উঠে যাওয়ায় সতর্ক রাজা এক ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচে তালুবন্দি করেন তামিমকে। ওয়ানডে অধিনায়ক ৩৪ বলে বিদায় নেন ২০ রান করে।

জঙইউর ১১.১ ওভারে অল্পের জন্য রানআউট থেকে বেঁচেছেন লিটন। তবে স্টাইকিং প্রান্তে ফিরে যাওয়ার পথে জিম্বাবুয়ে কিপারের সঙ্গে সংঘর্ষে কাঁধে আঘাত পেয়েছিলেন। তার পরের ওভারেই এনগারাভার বলে পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন ৩৩ বলে করেছেন ২১ রান। দুই ওপেনারের বিদায়ের পর একই ভুল করেন মোহাম্মদ মিঠুনও। জঙউইর শরীর থেকে যথেষ্ট বাইরের বল পুশ করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন কভার পেয়েন্ট। ডাইভ দিয়ে মিঠুনের ক্যাচ নেন মেধেভেরে। অনেক দিন লম্বা ইনিংস খেলতে না পারা মিঠুন ফিরে যান দুই রান করে।

দ্রুত তিন উইকেট পতনের পর চাপে পড়ে যাওয়া বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন মোসাদ্দেক। জিম্বাবুয়ের মিসফিল্ডে বাড়তি রান নেওয়ার লোভ করতে গিয়ে রানআউট হয়েছেন নন স্ট্রাইকে থাকা এই ব্যাটসম্যান। মোসাদ্দেক ফিরেছেন মাত্র ৫ রান করে।

এর আগে হারারের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪০ রান। সর্বোচ্চ ৫৬ রান এসেছে ওয়েসলি মাধেভেরের ব্যাট থেকে। এছাড়া অবদান রেখেছেন ব্রেন্ডন টেলর (৪৬), ডিয়ন মায়ার্স (৩৪), সিকান্দার রাজা (৩০) ও রেগিস চাকাভা (২৬)।

মূলত ষষ্ঠ উইকেকেটে সিকান্দার রাজা ও মেধেভেরের ৬৩ রানের জুটিই দুইশো ছাড়াতে ভূমিকা রাখে স্বাগতিকদের।

একটা সময় ব্রেন্ডন টেলরের ব্যাটেই জিম্বাবুয়ের রানের চাকা সচল ছিল। ভারপ্রাপ্ত অধিনায়ক থাকলে স্কোরবোর্ড হয়তো আরও সমৃদ্ধই হতো। কিন্তু ২৪.২ ওভারে দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

শরিফুল ইসলামের বলে ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু হয়নি। অসাবধানতায় ব্যাট পেছনে নিতে গিয়ে স্টাম্পে আঘাত করে বসেন। এরপর আম্পায়াররা বেশ খানিকক্ষণ আলোচনার পর আউটের সিদ্ধান্ত দেন তাকে। আউটের আগে ৫৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় টেলর করেন ৪৬ রান।

এর পর সিকান্দার রাজা ও মেধেভেরের জুটিই সমৃদ্ধ করে স্কোরবোর্ড। শরিফের আঘাতে মেধেভেরে ফিরে গেলে এর পর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি কেউ।

বল হাতে বাংলাদেশের সবচেয়ে সফল শরিফুল। শেষের আঘাতে বাঁহাতি পেসার ১০ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সাকিব ১০ ওভারে ৪২ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক