X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার কাছে হারলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ২২:০১আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:০১

ধারে ও ভারে আবাহনী লিমিটেডের সমকক্ষ দল নয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তার ওপর প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে তাদের ৪-১ গোলে হারিয়েছিল আকাশি-নীল জার্সিধারীরা। কিন্তু রবিবার আগের পরিসংখ্যান উল্টে দিয়েছে মুক্তিযোদ্ধা। এবার আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রাজা ইসার দল!

প্রিমিয়ার লিগে আবাহনীর এটি দ্বিতীয় হার। এর আগে প্রথম পর্বে বসুন্ধরা কিংসের কাছে একই ব্যবধানে তাদের হারতে হয়েছিল। ১৮ ম্যাচে দ্বিতীয় হারে আবাহনী লিমিটেড ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধা তৃতীয় জয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে ১১তম স্থানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই সুযোগ কাজে লাগিয়ে গোল পেয়েছে মুক্তিযোদ্ধা। বিপরীতে মারিও লেমসের দল আধিপত্য বিস্তার করেও এক গোলের বেশি দিতে পারেনি।

মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে যায় ১৮ মিনিটে। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা বাল্লো ফামোসার শট শহীদুল আলম সোহেল ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তিন ডিফেন্ডারের ফাঁক গলে নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান ইব্রাহিম আবু ডিকো।

ধারার বিপরীতে খেলে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মুক্তিযোদ্ধা। ডান দিক থেকে ডিকোর ক্রসে ফামোসার দারুণ হেডে পরাস্ত হন সোহেল। সামনে থাকা ডিফেন্ডার মাসিহ সাইঘানি কোনও প্রতিরোধ গড়তে পারেননি।

দুই গোলে পিছিয়ে থেকে আবাহনী ঘুরে দাঁড়ায় এই অর্ধের যোগ করা সময়ে। ডি-বক্সে রাফায়েল আগোস্তোকে পেছন থেকে উজ্জ্বল হোসেন ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করেন সানডে।

বিরতির পর মুক্তিযোদ্ধা আবারও লক্ষ্যভেদ করে। ৬৩ মিনিটে স্পট কিক থেকেই ব্যবধান বাড়ান ফামোসা। ডিকোকে পেছনে থেকে মোহাম্মদ হৃদয় ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী।

৭৬ মিনিটে রুবেল মিয়ার ক্রসে গোলমুখ থেকে কেরফেন্স ফিলস বেলফোর্টের হেড বাইরে গেলে আকাশি-নীল জার্সিধারীদের ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। এর পর ৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার বদলি খেলোয়াড় সারোয়ার জামান নিপু বক্সে বল পেয়ে দেখে-শুনে জাল কাঁপিয়ে স্কোর ৪-১ করেন।

যোগ করা সময়ে আবাহনী খেলোয়াড় রায়হানের লম্বা থ্রো থেকে ফয়সাল আহমেদ শীতলের হেড জালে জড়ালে স্কোর ৪-২ হয়েছে ঠিকই। কিন্তু ততক্ষণে ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়ে গেছে!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা